টলিপাড়ার আনাচে-কানাচে কান পাতলেই আজকাল শোনা যাচ্ছে, প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে। গত বছরের শেষ দিকে ‘কথা’ ধারাবাহিকে জুটি বাঁধেন তাঁরা। আর দুজনকে একসঙ্গে দেখে, মন দিয়ে ফেলেন দর্শকরা। তবে এবার অনস্ক্রিন রোম্যান্স, অফস্ক্রিনেও গড়িয়েছে বলে খবর। তাঁদের নিয়ে বিস্তর আলোচনা চারদিকে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি-ভিডিয়ো দিলেন প্রেম খোঁজার চেষ্টায় লেগে পড়েন নেট-নাগরিকরা।
সাহেব ও সুস্মিতা দুর্গা পুজোর আমেজ ধরে রেখে একটি ভিডিয়ো শেয়ার করলেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে লেখা, ‘গুহ পরিবারে দেবীপক্ষের সূচনা সাথে কথা ও এভির ঢাকের লড়াই।’ সেখানে দেখা গেল শ্যুটিং সেটেও পুজোর আমেজ। ঝলমলে সাজ, পোশাক-আশাক। আনা হয়েছে দেবী মূর্তিও। সিন বুঝতে যেমন দেখা গেল সাহেব আর সুস্মিতাকে, তেমই খুনশুটি করতেও। আর সবশেষে তো দেখা গেল ঢাকের লড়াই লেগে গিয়েছে জব্বর। কে কাকে হারাবে বোঝা দায়!
আরও পড়ুন: টিভিতে ডেবিউ করলেন কনীনিকা কন্যা কিয়া, জি বাংলার কোন শো-তে দেখা যাবে খুদেকে?
যদিও সুস্মিতা হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ‘আমি আপতত চাইছি না আমার জীবনে কেউ আসুক। আপতত নিজের মতো করে সময় কাটাতে চাই। এই পুজোয় সিঙ্গলই থাকতে চাই। পরিবার, বন্ধু আর কথা পরিবারের সঙ্গেই কাটাব।’ তাহলে কি সাহেবের সঙ্গে প্রেম, পুরোটাই সিরিয়ালের প্রচারের খাতিরে?
আরও পড়ুন: ‘মুসলিম পরিবারে আমার জন্ম, তাও আমাকে…’! দিল্লির পুজোর অভিজ্ঞতা ভাগ তসলিমার
মাসখানেক আগেই সুস্মিতা হবু স্বামী অনির্বাণ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেন, সুস্মিতার সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তাঁর! সুস্মিতাকে তিনি ইনস্টাগ্রামে আনফলো পর্যন্ত করে দেন। তখনই শোনা গিয়েছিল অনির্বাণ-সুস্মিতার মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। এরপরই ধীরে ধীরে সামনে আসতে শুরু করে সাহেব-সুস্মিতার রসায়ন। নিন্দকদের দাবি, প্রেম করছেন দুজনে।
আরও পড়ুন: আরজি কর ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, দুর্গা পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’
ফেব্রুয়ারি মাসে সুস্মিতা জানিয়েছিলেন বিয়ের আগাম প্রস্তুতি স্বরূপ একসঙ্গে ফ্ল্যাট কিনেছে তিনি ও অনির্বাণ। রানিকুঠিতে একই তলে পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনে এক করে নিয়েছিলেন তাঁরা। সেখানে একদিকে থাকার ব্যবস্থা, অন্যদিকে অনিবার্ণের স্টুডিও। কয়েক বছর পরেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন সুস্মিতা। তবে কথা আসতেই সব ওলট-পালট। সুস্মিতা অবশ্য জানিয়েছেন, বিচ্ছেদটা বড়ই স্পর্শকাতর। তাই সেটা নিয়ে কথা বলতে চান না একেবারেই। এবার কতটা সত্যি আছে এই প্রেমের খবরে, তা তো সময়ই বলবে।