কথা ধারাবাহিকের সেটেই আলাপ দুজনের। পর্দায় তাঁদের রসায়ন টানটান। অফস্ক্রিনেও সাহেব-সুস্মিতার কেমিস্ট্রি নজরকাড়া। অ্যাকশন-কাটের বাইরে যেখানে অনেক সিরিয়ালের নায়িকার মুখ দেখাদেখি বন্ধ সেখানে নায়িকার দৌড় নায়কের বাড়ির রান্নাঘর পর্যন্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো সেখানে দেখা গেল নায়িকার যত্ন নিতে ব্যস্ত সাহেব। সুস্মিতার জন্য নিজের হাতে ওমলেট তৈরি করছেন। আরও পড়ুন-‘সম্পর্ক তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না…’, ব্রেকআপ থেকে সাহেবের সঙ্গে বিয়ে নিয়ে জবাব সুস্মিতা
হ্যাঁ, পর্দার পাচকমশাই কিন্তু বাস্তবেও রান্নায় বেশ পটু। তাই সেই দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন। যা জুটির প্রেমচর্চার আগুনে ফের ঘি ঢালল। আগের প্রেম ভুলে সাহেবে মন-মজেজে সুস্মিতার, এমন জল্পনা তুঙ্গে। যদিও আরেক সূত্র বলছে, সুস্মিতা নন সাহেব এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন মডেল স্বাগতা দাসের সঙ্গে। সাহেবের জন্মদিনে নায়কের সঙ্গে বাহুলগ্না ছবি পোস্ট করে প্রেমের ইস্তেহার দিয়েছিলেন স্বাগতা।
তবে সুস্মিতার সঙ্গে প্রেম-প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। সদ্য কথা টিম শ্যুটিং ফ্লোর থেকে দূরে একসঙ্গে চড়ুইভাতিতে মজেছিল। পিকনিকে একসঙ্গেই পৌঁছেছিলেন সুস্মিতা-সাহেব। পিকনিকে যাওয়ার আগে সুস্মিতার জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করলেন অভিনেতা।
ভিডিয়োতে দেখা গেল গ্যাসের সামনে দাঁড়িয়ে ওমলেট বানাচ্ছেন সাহেব। পাশে তাঁর মা। আর চুপটি করে দেখছেন সুস্মিতা। বললেন, ‘আমি একটু শেখার চেষ্টা করছি’। এই ভিডিয়ো দেখে হেসেখুন কথা ভক্তরা। আবার কারুর মনে প্রশ্ন, ‘এটা কি সত্যিই শুধু পেশাদার সম্পর্ক?’
জন্মদিনে ফেসবুক লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খোলেন সাহেব। তিনি বলেছিলেন, ‘সুস্মিতার সঙ্গে আমার রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে, সেই নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমাদের কাজ হল যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা….এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না’।
কিন্তু সাহেব তাঁর জীবনে বন্ধুর চেয়ে বেশি কিছু তা মেনে নিয়েছেন সুস্মিতা। নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সাহেবদা আমার অনেকটা ভালো বন্ধুত্ব, তার সঙ্গে আমার টিচার, আমার প্রবলেম স্লভার…খানিকটা ডোরেমনের মতোন। আমার যে-কোনও রকমের সমস্যা, ব্যক্তিগত সমস্যারও সমাধান করে। হ্যাঁ, বন্ধুর থেকে বেশি’।
২০১৭ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাহেব ভট্টাচার্যের প্রেমিকা সোনিকা চৌহানের। এক অভিশপ্ত রাত সাহেবের জীবন থেকে এক লহমায় কেড়ে নেয় ভালোবাসার মানুষকে। সেই শোক সামলে উঠেছেন ধীরে ধীরে। সুস্মিতা না স্বাগতা? বাস্তবে সাহেবের মনের কথা কে জানেন? উত্তর হয়ত অদূর ভবিষ্যতেই মিলবে।