বছরকয়েক ধরেই বাংলা সিরিয়ালে নতুন ট্রেন্ড। একের পর এক নতুন মেগা আসছে, ফলত পুরনোগুলি টিআরপি ধরে রাখতে না পারলেই ছ মাস, সাত মাস কখনও আবার ৩-৪ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। নভেম্বরে ব্যাপক বদল এসেছিল জি বাংলার টাইম স্লটে। এবার সেই পথে হাঁটছে স্টার জলসাও। নতুন ধারাবাহিক আসতেই সরতে হচ্ছে পুরনোকে।
ইতিমধ্যেই জলসার নতুন মেগা ‘মেয়েবেলা’র প্রোমো দেখেছে সকলে। শাশুড়ি-বৌমার গল্প পছন্দও করেছে দর্শক। তবে অনেকেরই হয়তো শুনে খারাপ লাগবে যে ‘মেয়েবেলা’ আসাতে সরছে জলসার সাহেবের চিঠি ধারাবাহিক। ২ জানুয়ারি থেকে সাড়ে ৬টায় দেখানো হবে এটি। তাহলে কি বন্ধ হবে সাহেবের চিঠি?
প্রসঙ্গত, প্রতীক-দেবচন্দ্রিমার এই ধারাবাহিক সেভাবে টিআরপি দেয়নি শুরু থেকেই। প্রতিপক্ষ চ্যানেল জি বাংলায় থাকা ‘খেলনা বাড়ি’-র থেকে স্লটও ছিনিয়ে নিতে পারেনি সেভাবে। আর তাই এই ধারাবাহিককে রাত ১১টায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেই সময় চলে রাধাকৃষ্ণ। সম্ভবত সেটি বন্ধ হয়েই দেখানো হবে ‘খোঁড়া অভিনেতা’ সাহেব আর চিঠির রোম্যান্স।
সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের মেয়েবেলায় নায়িকা চরিত্রে রয়েছেন স্বীকৃতি মজুমদার। ধারাবাহিকে তাঁর শাশুড়ি হচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়। আর স্বীকৃতির বর ‘বসন্তবিলাস মেসবাড়ি’ খ্যাত অর্পণ ঘোষাল। মনে করা হয়েছিল রূপার কামব্যাক মেগা হিসেবে হয়তো প্রাইম টাইমে দেওয়া হবে এটি। গল্পেও রয়েছিল অভিনবত্ব। দেখানো হয়েছিল সদ্য বিয়ে করে আসা বউমা তাঁর শাশুড়ি মা-কে জানায়, বিয়ের গিফটের টাকা দিয়ে দার্জিলিং-এর টিকিট কেটেছে সে। তাঁর ইচ্ছা পরিবারের মেয়েরা মিলে ঘুরতে যাবে। যদিও খানিক রাগ আর অভিমানের সুরে শাশুড়ি মা জানায়, ‘এই বাড়ির শাশুড়ি-বউরা কোনওদিন কোথাও একসঙ্গে বেড়াতে যায়নি, যাবেও না’। কীভাবে শাশুড়ির মনের রং পালটাবে স্বীকৃতি? বন্ধুত্ব গড়ে উঠবে দুজনের? সেই নিয়েই এগোবে এই সিরিয়ালের গল্প।