বাংলা নিউজ > বায়োস্কোপ > Sahityer Sera Samay: সাহিত্য এবার বইয়ের পাতার বদলে টিভির পর্দায়, আসছে সাহিত্যের সেরা সময়

Sahityer Sera Samay: সাহিত্য এবার বইয়ের পাতার বদলে টিভির পর্দায়, আসছে সাহিত্যের সেরা সময়

শুরু হচ্ছে সাহিত্যের সেরা সময়

Sahityer Sera Samay: অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে সাহিত্যের সেরা সময়। প্রথম গল্প হিসেবে থাকবে কোন লেখকের কোন গল্প জানেন?

গল্প পড়তে ভীষণ ভালোবাসেন? কিন্তু সময়ের অভাবে হয় না? কিংবা একটানা এখন আর গল্প পড়ার ধৈর্য নেই? তাহলে আপনার জন্য আসছে মুশকিল আসান। নতুন বছরে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে আকাশ আটে। ২০২৩ এর ২ জানুয়ারি থেকে এই চ্যানেলে শুরু হচ্ছে সাহিত্যের সেরা সময় নতুন অধ্যায়।

বিভিন্ন লেখকের লেখা নানা গল্পের উপর ভিত্তি করে এখানে এক একটি পর্ব দেখানো হবে। গল্প পড়ার বদলে এখন সেটা ছোটপর্দায় দেখা যাবে। এর আগেও একবার আকাশ আটে এই ধারাবাহিক দেখা গিয়েছিল। সেটাই এবার নতুন রূপে, নতুনভাবে আসছে।

প্রথম পর্বে দেখানো হবে লেখক বাণী বসুর গল্প শ্বেত পাথরে থালা। বাণী বসুর এই গল্পে স্বামীকে হারিয়ে বন্দনার কী অবস্থা হয় সেটাই এই গল্প ধরা পড়বে। কুসংস্কারাচ্ছন্ন আবহাওয়ায় তাঁকে হয়। সাদা পোশাক পরা, সাদা থালায় খাওয়া থেকে শুরু তাঁর জীবনের গোটা গতিপথ পুরো পাল্টে যায়। তাঁর মধ্যে থেকেও বন্দনা কীভাবে নারীমুক্তির প্রতীক হয়ে ওঠেন সেই গল্প দেখা যাবে। তাঁর সাহসী, দৃঢ় চরিত্র সকলেরই নজর কাড়বে। এবার সেই গল্প দেখা যাবে ছোটপর্দায়।

এই চ্যানেলে প্রতি সোমবার থেকে শনিবার এই ধারাবাহিক দেখানো হবে। রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ নাগাদ এই ধারাবাহিক দেখা যাবে। চ্যানেলের তরফে বলা হচ্ছে সাহিত্যের দুনিয়া এবার দেখা যাবে টিভির পর্দায়।

বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিকের প্রোমো ভিডিয়ো দেখানো হয়েছে। ঠাকুমাকে নাতনি বকা দিচ্ছে এক টানা বই পড়ার জন্য। তাই ঠাকুমা যখন নাতনিকে বলেন সে যেন তাঁকে গল্প পড়ে শোনায়, তাহলেই তাঁর আর কষ্ট হবে না। সেটা শুনে নাতনি সটাং না করে দিলে সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয় তাঁর মা। তিনি বলেন আকাশ আটে ফিরছে সাহিত্যের সেরা সময়।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান শেষ হল। আজ রাত থেকেই টিভির পর্দায় উঠে আসবে একের পর এক কালজয়ী গল্পের রঙিন রূপ।

বন্ধ করুন