বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan: মুম্বইয়ের হোটেলে ব্যবসায়ীকে মারধর, সইফ আলি খান ও দুই বন্ধুর বিরুদ্ধে জেগে উঠল পুরনো মামলা

Saif Ali Khan: মুম্বইয়ের হোটেলে ব্যবসায়ীকে মারধর, সইফ আলি খান ও দুই বন্ধুর বিরুদ্ধে জেগে উঠল পুরনো মামলা

সইফ আলি খান, শাকিল লাদাক এবং বিলাল আমরোহী

২০১২ সালে সাইফ আলি খান এবং আরও দু'জনের বিরুদ্ধে মুম্বইয়ের এক হোটেলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তাঁর শ্বশুরকে লাঞ্ছিত করার অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার ১১ বছর পর আগামী মাস থেকে এই শুনানি শুরু হবে বলে খবর।

আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে সইফ আলি খান অভিনীত ছবি ‘আদিপুরুষ’। পাশাপশি দক্ষিণী ছবিতে ডেবিউ-এর কাজও শুরু করছেন পতৌদিদের ছোটে নবাব। এরই মাঝে  আইনি বিপাকে জড়ালেন সইফ, তাও আবার ২০১২ সালের একটি পুরনো মামলার কারণে।

২০১২ সালে সাইফ আলি খান এবং আরও দু'জনের বিরুদ্ধে মুম্বইয়ের এক হোটেলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তাঁর শ্বশুরকে লাঞ্ছিত করার অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার ১১ বছর পর আগামী মাস থেকে এই শুনানি শুরু হবে বলে খবর। 

জানা যাচ্ছে, মুম্বইয়ের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এসপ্ল্যানেড আদালত গত ২৪ এপ্রিল সইফ আলি খান এবং তার দুই বন্ধু- শাকিল লাদাক এবং বিলাল আমরোহীর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এই মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করার জন্য তাঁদের কাছে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। আগমী ১৫ জুন থেকে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।

আরো পড়ুন-মা হওয়ার দেড় বছরের মধ্যে মাকে হারালাম! জানি না, ওঁর মতো ভালো মা হতে পারব কি না: সোনালি

আরও পড়ুন-'তুমি মায়ের মতোই ভালো', এটা বলার মতো আমার জীবনে আর কেউ নেই: দিতিপ্রিয়া

আরও পড়ুন-আজ মাকে ভীষণ মিস করছি, পুরনো কথা মনে পড়ছে, ২০২১ আমার জীবনের একটা অংশ ছিনিয়ে নিয়েছে: কৌশানি

ঠিক কী ঘটেছিল?

জানা যায়, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি তাজ হোটেলের অভ্যন্তরে ওয়াসাবি রেস্তোরাঁয় হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় ব্যবসায়ী ইকবাল মীর শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতে সইফ আলি খান সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা তিনজন জামিনে ছাড়া পান।

জানা যায়, ঘটনার দিন সাইফ আলি খানের সঙ্গে তাঁর স্ত্রী কারিনা কাপুর, দিদি করিশ্মা কাপুর, তাঁদের বন্ধু মালাইকা অরোরা, অমৃতা অরোরা এবং তাঁদের আর আরও কিছু পুরুষ বন্ধু ছিলেন। পুলিশের জানিয়েছে ব্যবসায়ী ইকবাল মীর শর্মা অভিনেতা ও তাঁর বন্ধুদের গালিগালাজের প্রতিবাদ করেন। এরপরই সইফ আলি খান তাঁদের হুমকি দেন এবং পরে তাঁকে নাকে ঘুষি মারেন। ঘটনায় ওই এনআরআই ব্যবসায়ী সাইফ এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর শ্বশুরমশাই রমন প্যাটেলকে মারধর করার অভিযোগ দায়ের করেন।

যদিও এই ঘটনায় সইফ আলি খানের দাবি ছিল, অন্যদিকে, এনআরআই ব্যবসায়ী শর্মা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং তাঁর সঙ্গে যে মহিলারা ছিলেন তাঁদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেন। আর সেকারণেই সেদিন ঝামেলা, হট্টগোলে সূত্রপাত হয়েছিল। ২০১২ সালের ২১ ডিসেম্বর এই মামলায় পুলিশ চার্জশিট দাখিল করে। সইফ আলি খান ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫৩৪ ধারার এর অধীনে অভিযোগ দায়ের হয়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আদিত্য অতীত, 'ভালোবাসি…' নতুন প্রেমিককের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রদ্ধা ৪টে রিলিজে ৪টেই সফল! অতি উত্তম থেকে টেক্কা নিয়ে সৃজিত লিখলেন, ‘২০২৪ ভীষণ…’ বরণ থেকে সিঁদুর খেলা, দেবীর বিদায় বেলায় রোমান্টিক মুডে গৌরব-দেবলীনা ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে ২ জেলায় বৃষ্টি, বুধ থেকে ফের বর্ষণ বাড়বে বাংলায়, লক্ষ্মীপুজোয় ভাসতে চলেছে? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.