বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Kareena: ‘আসল মজা তো ন্যানি নেবে’,দেড় বছরের জেহর জন্য দেড় কোটির গাড়ি কিনলেন সইফ-করিনা

Saif-Kareena: ‘আসল মজা তো ন্যানি নেবে’,দেড় বছরের জেহর জন্য দেড় কোটির গাড়ি কিনলেন সইফ-করিনা

ছোট ছেলে জেহকে মার্সেডিজ কিনে দিলেন সইফ-করিনা

নবরাত্রির শুভদিনে নতুন মার্সেডিজ গাড়ি কিনলেন সইফ আলি খান আর করিনা কাপুর। তাঁদের গাড়ির ছবি আর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

Saif Ali Khan and Kareena Kapoor's New Car: বলিউডের তারকারা তাঁদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও থাকেন খবরে। সাদারণমানুষ আসলে সবসময়ই চান তারকাদের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে জানতে। দুর্গাসপ্তমীর দিন কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের বাড়িতে এসেছে নতুন গাড়ি। এই দম্পতি ঘরে নিয়ে এসেছেন একটি সাদা মার্সিডিজ। সাইফিনার নতুন মার্সিডিজের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেলেব্রিটি ফটোগ্রাফার বরিন্দর চাওলা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানকে দেখা যাচ্ছে নিজেদের অ্যাপার্টমেন্টের নীচে দাঁড়িয়ে থাকতে। দেখা যাচ্ছে, কারিনা তাঁর ছোট ছেলে জেহকে কোলে রেখেছেন এবং এক হাতে গাড়ির কাপড় সরিয়ে নিচ্ছেন। এর পরে, ভিডিওতে দেখা যায় যে সে গাড়িতে ন্যানির সঙ্গে ঘুরতে বেরিয়ে গেল জেহ।

বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছে বিক্রম বেদা। এই সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সইফিনার ভক্তরা। নানা রকমের মন্তব্যও পড়েছে। আরও বেশি করে নেট-নাগরিকরা মজা পেয়েছেন নতুন গাড়িতে চড়ে জেহ আর তার ন্যানিকে ঘুরতে যেতে দেখে। একজন মন্তব্য করেছেন, ‘জীবনের সব মজাই তো ন্যানি নিচ্ছে দেখছি!’

সাদা রঙের মার্সেডিজ গাড়িটা S-Class মডেলের। এই মুহূর্তে যার দাম ১.৬৫ কোটির কাছাকাছি। কারিনা কাপুর খানকে শেষ দেখা গিয়েছিল লাল সিং চাড্ডা ছবিতে। আমির খান এবং কারিনা কাপুর খানের এই ছবিটি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। সেই তুলনায় বিক্রম বেদা অনেকটাই সফল।

 

বন্ধ করুন