সইফ আলি খানের উপর আক্রমণ চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বাংলাদেশি এক ব্যক্তি শরিফুল আমিন ফকিরকে। তিনি বেআইনি ভাবে ভারতে এসেছেন। তাঁকে এখন পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসলেন তাঁর বাবা। জানালেন সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তি এবং তাঁর ছেলে এক নয়।
আরও পড়ুন: রুক্মিণীর 'নীরব সমর্থক' দেব নন, অন্য কেউ! কার জন্য বললেন, 'ও সবসময় আমার জন্য থেকেছে'?
কী জানালেন সইফ আলি খানের হামলাকারীর বাবা
সইফ আলি খানের উপর হামলা চালানোর জন্য যে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ তাঁর বাবা এদিন জানান তাঁর ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। একটি সাক্ষাৎকারে মহম্মদ রুহুল আমিন ফকির বলেছেন যে ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে আসলে তাঁর ছেলে নয়। এমনকি তাঁর সন্তান শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রহিলা আমিন ফকিরের মতো আসল দুষ্কৃতিকে একেবারই এক দেখতে নয়।
তিনি IANS কে বলেছেন, 'আমার ছেলে কখনও চুল বড় করেনি। আমার বিশ্বাস আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ও বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছে একটাই কারণে, বাংলাদেশের টালমাটাল অবস্থার জন্য। ও তো চাকরি করত এক জায়গায় যেখানে ও পারিশ্রমিক পেত। এমনকি ওর মালিক ওকে পুরস্কারও দিয়েছিল।'
সেই ব্যক্তি বাংলাদেশে বসেই দাবি করেন, তাঁর ছেলে এই বিদেশ বিভূঁইয়ে এসেছিল একটু বেশি পারিশ্রমিকের আশায়। কলকাতার হোটেলে ভালো টাকা দেওয়া হয় শুনেই সেখানে আসে সে। কিন্তু তাঁর ছেলেকে গ্রেফতার করার পর এখনও পুলিশের তরফে তাঁদের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা হয়নি বলেই জানা হয়েছে।
আরও পড়ুন: 'জঘন্য গানকে ভালো বলতে পারলাম না', রহমানের কোন গান সম্পর্কে বিরক্তি উগরে দিলেন সোনু?
টাইমস অব ইন্ডিয়াকে এদিন শরিফুলের বাবা জানিয়েছেন সে বাংলাদেশের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কর্মী। সেই জন্যই তিনি তাঁর ছেলের জন্য তাঁর দেশের রাজনীতিকদের সঙ্গে কথা বলছেন বলেও জানিয়েছেন। তাঁর মতে তাঁর সন্তানের এই মিথ্যে মামলায় গ্রেফতার হওয়া আসলে একটি কূটনীতিক সমস্যা।