বাড়িতে ভোররাতে হামলার পর সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যই বাড়ি ফিরেছেন সইফ আলি খান। এবার তাঁর এই কেসের ব্যাপারে মিলল নতুন বড় আপডেট। জানা গিয়েছে অভিনেতার শরীরে মোট ৫টি ক্ষত ছিল।
কী কী জানা গিয়েছে সইফ আলি খানের কেসের ব্যাপারে?
সম্প্রতি সইফ আলি খানের নতুন মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই জানানো হয়েছে সইফ আলি খানের শরীরে মোট ৫ জায়গায় ক্ষত ছিল। ৫ জায়গায় তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পিঠ, কবজি, ঘাড়, কাঁধ এবং কনুইয়ের কাছে। একই সঙ্গে জানা গিয়েছে তৈমুর সঙ্গে থাকলেও বাড়ির কেউ নন। সইফকে নিয়ে হাসপাতালে যান তাঁর এক বন্ধু, আফসার জায়েদি।
এই রিপোর্টে এদিন বিস্তারিত ভাবে জানানো হয় অভিনেতার শরীরে যে ক্ষত বা আঘাতগুলো ছিল সেগুলো কোনটা ০.৫ সেমির তো কোনওটা আবার ১৫ সেমি অবধি চওড়া। একই সঙ্গে এই রিপোর্টে বলা হয়েছে, অভিনেতার বন্ধু তাঁকে ভোর ৪টে ১১ নাগাদ লীলাবতী হাসপাতালে আনেন এবং সমস্ত ফর্মালিটি সারেন তাঁকে ভর্তি করিয়ে।
সইফ আলি খানের বাড়িতে হামলার পর বান্দ্রার এই বাড়ির সামনে ২ জন কনস্টেবলকে মোতায়ন করা হয়েছে। শুধু তাই নয়, আরও বেশি সংখ্যক সিসিটিভি লাগানো হবে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। লাগানো হবে জানালায় গ্রিল। এসবই করা হবে নিরাপত্তার কারণে।
প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি অভিনেতার বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েন। শুধু তাই নয়, সইফ আলি খান তাঁর মুখোমুখি হলে সেই ব্যক্তি অভিনেতাকে ছুরি দিয়ে লাগাতার আঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অপারেশন করে পিঠ খেলে ছুরি বের করে। কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর সদ্যই ছাড়া পেয়েছেন সইফ আলি খান। এদিন সুস্থ হয়ে ফেরার পর তাঁকে সেই রাতে যে অটোচালক হাসপাতালে পৌঁছে দেন তাঁর সঙ্গেও দেখা করেন অভিনেতা। জানান কৃতজ্ঞতাও।