বাংলা নিউজ >
বায়োস্কোপ > Inside View Of Pataudi Palace: ৮০০ কোটির পতৌদি প্যালেস ঘুরিয়ে দেখালেন সইফ, ছবি দেখলে আপনাদেরও চোখ হবে ছানাবড়া
Inside View Of Pataudi Palace: ৮০০ কোটির পতৌদি প্যালেস ঘুরিয়ে দেখালেন সইফ, ছবি দেখলে আপনাদেরও চোখ হবে ছানাবড়া
Updated: 17 Nov 2022, 05:19 PM IST
Tulika Samadder
সইফ আলি খানের পতৌদি প্যালেস বরাবরই উৎসাহ ভক্তদের মধ্যে। এবার সকলের শখ নিজেই পূরণ করলেন ছোটে নবাব। নিজেই দেখালেন প্যালের আনাচ-কানাচ। চলুন দেখে নিন আপনিও-
1/10মার্কেট রিপোর্ট বলছে পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। এখানে রয়েছে ১৫০টির মতো ঘর। চোখ ধাঁধানো ফাউন্টেন থেকে সুইমিং পুল, কাঠের দামি দামি আসবাব-- কী নেই এখানে। 2/10সাদা মার্বেলে তৈরি প্রাসাদটির চারিদিকে ঘন সবুজের ছোঁযা। সামনেই ধরনা। গাছ-গাছালিতে ঘেরা এক শান্তির নিবাস। যেখানে গিয়ে সময় পেলেই থাকেন সইফ-করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে। আসেন সোহা-সাবারা। 3/10সামনেই রয়েছে এই বড় সুইমিং পুলটা। যে কোনও ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি সাজানো-গোছানো। 4/10বাড়ির অন্দরমহলে ঢোকার রাস্তাটা এভাবেই সব পুরনো ছবিতে সাজানো। পরিবারের আভিজ্যাত্য যেন চোখের সামনে জ্বলজ্বল করবে যে কারও। 5/10দেওয়ালের একাংশে রয়েছে মনসুর আলি খান পতৌদির ছবি, ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। ছবিগুলির দিকে বেশ গর্বভরেই তাকিয়ে থাকতে দেখা গেল সইফকে। 6/10এটি বসার ঘর গুলির মধ্যে একটি। যেখানে বড় বড় লেদার আর কাঠের সোফা। এখানে বসে পারিবারিক অ্যালবামের পাতা উলটাতে দেখা গেল অভিনেতাকে। 7/10স্টাডি রুমেও ভারি ভারি কাঠের আসবাব। টেবিল ল্যাম্পের সামনে কিছু একটা খুব মনযোগ দিয়ে দেখছেন সইফ। পিছনের আলমারিতে ভরা বই। একথা সকলেই জানেন পড়াশোনার ঝোঁক রয়েছে সইফের। বিভিন্ন বিষয় নিয়ে পড়েন অবসরে। 8/10চেঞ্জিং রুম। সইফ-সোহার রয়েছে নিজেদের ক্লোদিং লাইন ‘হাউজ অফ পতৌদি’। তারই বিজ্ঞাপনে নিজেদের প্যালেস ঘুরে দেখিয়েছেন ছোটে নবাব। 9/10পরিবারের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই চান সইফ। আর সে কারণেই ঢেলে সাজিয়েছেন এই প্রাসাদকে। বেশ কিছু সিনেমার শ্যুটিংও হয়েছে এখানে। 10/10সইফকে শেষ দেখা গিয়েছে ভূত পুলিশ ছবিতে। এরপর দেখা যাবে ওম রাউতের আদিপুরুষ ছবিতে। অন্য গ্যালারিগুলি