বি-টাউনের অন্যতম জনপ্রিয় দম্পতি করিনা কাপুর খান এবং সইফ আলি খান। প্রায়শই এই জুটির একসঙ্গে দেখা মেলে। রবিবার রাতে নিজের লেডি লাভের হাত ধরে এক ক্যাফের বাইরে লেন্সবন্দি হন সইফ। দুজনকে প্রায়শই একসঙ্গে ক্যাফে বা রেস্তোঁরার বাইরে দেখা যায়।
গাড়িতে উঠে পাপারাৎজ্জিকে হাত জোড় করে অভ্যর্থনা জানান সইফ। এ দিন গাঢ় লাল কুর্তায় সুদর্শন দেখাচ্ছিল অভিনেতাকে। ধূসর ট্র্যাক প্যান্টের সঙ্গে নীল টি-শার্ট পরে দেখা মেলে করিনার। দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন: ব্রেকআপের গুঞ্জন অতীত! মালাইকাকে নিয়ে ডিনার ডেটে গেলেন অর্জুন
প্রসঙ্গত, করিনাকে বিয়ের আগে সইফ আলি খান ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে, সারা আলি খান, ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সইফ-অমৃতার বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে করিনাকে বিয়ে করেন অভিনেতা। ২০১৬ সালে দম্পতির কোল আলো করে আসে বড় ছেলে তৈমুর। ২০২১ সালে জন্ম দেন জেহ-এর।
পাক্কা ১০ বছরের বয়সের পার্থক্য করিনা এবং সইফের। বয়সের ব্যবধান কখনওই সইফ-করিনার সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বেশ কয়েকবছর প্রেমের পর ২০১২ সালে নবাব পুত্রের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 'কাপুর' কন্যা করিনা। একে বয়সের এত ব্যবধান, তার উপর ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে রোজই নিন্দুকেদের নানান কথা শুনতে হয় করিনাকে। এবার এবিষয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন বেবো।
সইফের সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে করিনা বলেন, ‘বয়স কখনওই গুরুত্বপূর্ণ নয়। আমার তো মনে হয় সইফ বয়স বাড়ার সঙ্গে এখন আরও বেশি Hot। আমি খুশি যে ওর থেকে আমি ১০ বছরের ছোট, এটা বরং সইফের চিন্তার বিষয়। যদিও ওকে দেখলে কেউ বলবে না যে ওর বয়স ৫৩। বয়স কোন ব্যাপারই নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হল পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসা এবং আমরা একে অপরের দিব্য়ি আনন্দে আছি।’
সাক্ষাৎকারে এদিন সইফের সঙ্গে ভিন ধর্মে বিয়ে নিয়েও মুখ খুলেছেন করিনা। বেবো বলেন, ‘আমরা এই ভিন ধর্মে বিয়ে নিয়ে আলোচনা করে অনেক সময় ব্যয় করি, অনেক এনার্জি নষ্ট করি। বয়সের পার্থক্যে বিয়ে নিয়েও অকারণ আলোচনা করি। তবে আসল কথা হল আমরা ভালো আছি কিনা! আমার একে অপরের সঙ্গে ভালো আছি। একে অপরের সঙ্গ উপভোগ করছি। তাই ও কোন ধর্মে বিশ্বাসী, ওর বয়স কত এটা গুরুত্বপূর্ণ নয়।’ প্রসঙ্গত সইফকে বিয়ে করলেও ধর্মান্তরিত হননি করিনা।