বৃহস্পতিবার সইফ আলি খানের নিজস্ব বাসভবনে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। ভোররাতে ডাকাতির চেষ্টা করা হয় সইফ ও করিনার বাড়িতে। পরিবারের সদস্যরা তখন ছিলেন গভীর ঘুমে। তার মাঝেই উঠে পড়েন সইফ। ডাকাতদের আটকাতে গিয়ে ধস্তাধস্তি হওয়ায় সইফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা। গুরুতর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় লীলাবতী হাসপাতালে।
হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, ছুরির একটি ভাঙ্গা অংশ অভিনেতার মেরুদন্ডের কাছে আটকে ছিল। সেটি বের করে আনা হয়েছে আপাতত। অপারেশনের পর সইফকে আইসিউতে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত আজকের গোটা দিন তিনি থাকবেন ডাক্তারদের পর্যবেক্ষণে। অভিনেতা চিকিৎসা করছেন নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী।
আরও পড়ুন: 'টাকার জন্য বিয়ে করেছে', কটাক্ষ হন জেরবার! ৩৮ বছরের বড় স্বামীকে হারিয়ে শোকে কাতর তনি
কে এই নীতিন ডাঙ্গে?
লীলাবতী হাসপাতাল এবং রিসার্চ সেন্টারের ওয়েবসাইট অনুযায়ী ডক্টর নীতিন ডাঙ্গে হলেন একজন বিশ্বখ্যাত স্ট্রোক এবং এন্ডোভাসকুলার নিউরোসার্জন। ২৫ বছর ধরে তিনি চিকিৎসা করে চলেছেন সারা বিশ্ব জুড়ে। মোস্ট সিনিয়র এই চিকিৎসকের অর্জন করেছেন একাধিক ডিগ্রি যার মধ্যে রয়েছে MS, MCh, OBNI (USA), FFHU (JAPAN)।
গত ২৫ বছর ধরে তিনি একাধিক জটিল অস্ত্রপ্রচার করেছেন। ব্রেন হেমারেজ সার্জারি, স্কাল বেস সার্জারি, হেড ইনজুরি সার্জারি, স্পাইন সার্জারি, ব্রেন টিউমার অপারেশন সহ বহু জটিল কেস তিনি হ্যান্ডেল করেছেন ভীষণ সাবলীলভাবে। আপাতত নবাব পুত্রের চিকিৎসার দায়িত্বে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ৪ বছরের জেহ-র ঘরে নাকি ঢোকে হামলাকারী, তৈমুর কোথায় ছিল? ঠিক আছে তো সইফ-করিনার দুই ছেলে
আরও পড়ুন: ডাকাতির আগের রাতে কারা এসেছিল সইফ-করিনার বাড়িতে? নাম জানলে অবাক হবেন
প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতকে প্রথম দেখেন জেহের তত্ত্বাবধায়ক। তাঁর চিৎকার শুনে ঘর থেকে ছুটে বেরিয়ে চলে আসেন সইফ। তারপরেই শুরু হয় হাতাহাতি। কিন্তু কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে সইফের বাড়িতে ডাকাত প্রবেশ করল, সেই বিষয় নিয়েই উঠেছে প্রশ্ন। আপাতত লীলাবতী হাসপাতালে করিনা ছাড়াও রয়েছেন শাহরুখ খান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান।