অভিনেতা সইফ আলি খানের আসন্ন হাইস্ট থ্রিলার ‘জুয়েল থিফ - দ্য হাইস্ট বিগিন্স’ -এবার OTTর দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। সিদ্ধার্থ আনন্দের প্রযোজনায় নির্মিত এই ছবিতে জয়দীপ আহলাওয়াতও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। শুক্রবার ছবির নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
‘জুয়েল থিফ - দ্য হাইস্ট বিগিন্স’ মুক্তি পাবে…
ছবিটি সরাসরি Netflix-এ মুক্তি পাবে, ২৫ এপ্রিল, ২০২৫ থেকে ‘জুয়েল থিফ - দ্য হাইস্ট বিগিন্স’-এর স্ট্রিমিং শুরু হবে। কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল পরিচালিত এই ছবিতে সইফ একজন ধূর্ত চোরের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি জয়দীপ (যিনি একজন মাফিয়া প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন) -এর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াইয়ে লিপ্ত হন। ছবিতে কুনাল কাপুর ও নিকিতা দত্তও অভিনয় করেছেন।
Netflix আজ ইনস্টাগ্রামে ছবির তীব্র পোস্টার প্রকাশ করে একটি পোস্টে লিখেছে, ‘ঝুঁকি যত বেশি, চুরি তত মিষ্টি। আসছে অসাধারণ জুয়েল থিফ। ‘জুয়েল থিফ’ দেখুন, ২৫ এপ্রিল, শুধুমাত্র Netflix-এ।’
সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াত ছবি
এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সইফ আলি খান বলেন, ‘সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুণরায় কাজ করার ক্ষেত্রে সবসময়ই ঘরে ফেরে আসার মতো অনুভূত হয় – ও যেভাবে অ্যাকশন, স্টাইল ও গল্প বলার ক্ষেত্রে একটা সুন্দর সংযোগ তৈরি করে করে তা সত্যিই বিশেষ। জুয়েল থিফ-এ আমরা সমস্ত সীমা অতিক্রম করেছি এবং এটায় কাজ করে অনেক আনন্দ পেয়েছি। জয়দীপ আহলাওয়াতের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাও দারুণ, ওঁর অভিনয়ে অনেক গভীরতা রয়েছে। আর এটা সম্পূর্ণ অভিজ্ঞতাটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।’
জয়দীপ আহলাওয়াত বলেন, ‘এটি এমন এক নতুন মহাবিশ্বে প্রবেশের অভিজ্ঞতা, যেখানে অনেক মানুষ আপনার মতোই উত্তম কিছু উপহার দেওয়ার জন্য উৎসাহিত। এটা এমন একটা ছবি যেমনটা আমি সবসময় করতে চেয়েছিলাম। সইফ ও সিদ্ধার্থের মতো সেরা সহ-অভিনেতা ও নির্মাতাদের সঙ্গে কাজ করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।'
বুদাপেস্ট, ইস্তানবুল ও মুম্বইয়ের পটভূমিকায় নির্মিত এই চমকপ্রদ ছবি বুদ্ধি, প্রতারণা ও অ্যাকশনের লড়াই। এই ছবিটির হাত ধরে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ ও তাঁর স্ত্রী মমতা আনন্দের প্রযোজনা প্রতিষ্ঠান Marflix Pictures-এর ওটিটি অভিষেক হচ্ছে।