পতৌদি বংশের অনেকেই একটা সময় ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। সইফ আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদি এবং দাদু ইফতিখার আলি খান পতৌদির মতো সইফ ক্রিকেটকে পেশা বানাননি। কিন্তু পতৌদি বংশের যে ক্রিকেট ইতিহাস আছে সেটা তিনি তাঁর ছেলে তৈমুর আলি খানকে কিন্তু শেখাতে ভুললেন না। তৈমুর একটি ক্রিকেট ক্লাবে বর্তমানে খেলা শিখছে, সেখানেই ক্লাসের ফাঁকে বাবা সৈয়ফ তাকে তাদের বংশের ক্রিকেটের ইতিহাসের পাঠ পড়াল।
তৈমুরকে কী শেখাল সইফ?
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে নেটের মধ্যে তৈমুর ক্রিকেট প্র্যাকটিস করছে। তার পরনে নীল স্ট্রাইপের সঙ্গে সাদা টিশার্ট এবং ম্যাচ করা ট্র্যাক প্যান্ট। সৈয়ফের পরনেও এদিন শার্ট, জিন্স এবং জ্যাকেট ছিল। সঙ্গে ঝুঁটি বাঁধা ছিল মাথায়। এই বেশেই তিনি তাঁর ছেলেকে পরিবারের ক্রিকেট ইতিহাসের কথা শেখাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তৈমুরের কোচ।
আরও পড়ুন: সত্যি সত্যিই প্রভাসের সঙ্গে প্রেম করছেন দিশা! অভিনেত্রীর হাতের PD ট্যাটু ফের উসকাল সম্পর্কের গুঞ্জন
আরও পড়ুন: চোখে আলো পড়লে সমস্যা! তবুও সব বাঁধা সরিয়ে সারেগামাপায় জায়গা পাকা করলেন দিবাকর
সৈয়ফকে সেই ভিডিয়োতে ক্রিকেট দেশের বিষয় ছেলেকে ব্যাখ্যা করতে দেখা যায়। অভিনেতা বলেন, 'দেশগুলো এক্ষেত্রে ক্লাবের মতো। যেমন ওয়ারচেস্টারশায়ার, সাসেক্স, ইত্যাদি। তোমার প্রপিতামহ ওয়ারচেস্টারশায়ারের হয়ে খেলেছেন। আর দাদু সাসেক্সের ক্যাপ্টেন ছিলেন।' বাবার কথা শুনে ঘাড় নাড়ে ছোট্ট তৈমুর।
আরও পড়ুন: ৫ দিনেই ৩৫০ কোটির দোরগোড়ায় কল্কি ২৮৯৮ এডি! প্রথম সোমবার ঘরে কত তুলল প্রভাস - দীপিকার ছবি?
সইফের পরিবারের ক্রিকেটের ইতিহাস
সইফের দাদু ইফতিখার আলি খান পতৌদি ১৯৪৬ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনিই একমাত্র টেস্ট ক্রিকেট খেলোয়াড় যিনি ভারত এবং ইংল্যান্ড দুই দলের হয়েই খেলেছেন। তিনি ত্রিশ বছর ধরে আবার পতৌদিদের সাম্রাজ্য সামলেছেন রাজকুমার হিসেবে। তাঁকে নবাব খেতাবও দেওয়া হয়। সইফ আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদিও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
প্রসঙ্গত সইফ আলি খানকে আগামীতে দেবারা ছবিতে দেখা যাবে।