‘ছবি হিট হবে কিনা তার নিশ্চয়তা তারকারা দিতে পারেন না’ করণ জোহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা সইফ আলি খান। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ ব্যাঙ্গ করে বলেন, ‘করণ পারিশ্রমিক কমাতে চায়। আসলে অনেকটা পারিশ্রমিক ওঁকে নার্ভাস করে তোলে।' তাছাড়াও অভিনেতা ছবির ক্ষেত্রে অর্থনীতি কীভাবে কাজ করে সে সম্পর্কেও কথা বলেছেন। করণ কী বোঝাতে চেয়েছেন তাও স্পষ্ট করেছেন সইফ।
‘ছবি হিট হবে কিনা তার নিশ্চয়তা তারকারা দিতে পারেন না’ করণ জোহরের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সইফ ব্যাঙ্গ করে বলেন, ‘করণ পারিশ্রমিক কমাতে চায়। আমি নিশ্চিত যে করণ ঠিক বলেছেন, আসলে পারিশ্রমিকের চেক কাটার কথা শুনলে আমিও কিছুটা ঘাবড়ে যাই। কোনও কাটছাঁট পারিশ্রমিকের চেক নেই।'
এরপর অভিনেতা রসিকতা না করেই বলেন, ‘দেখুন, আমাদের ইন্ডাস্ট্রির অর্থনীতি এরকমই। এটাই ঘটে আপনি একটি তারকার কাছে যান, কখনও কখনও তাঁরা বলেন ‘আপনি যদি আমাকে আপনার ছবিতে চান, তবে এটাই দাম দিতে হবে। তবে চিন্তা নেই দর্শকদের থেকে আপনার এই টাকা উঠে আসবে। কিন্তু দর্শকরা তো সব ছবিতে সমান ভাবে সাড়া দেন না। সেখানেই হিসেবের গোলমাল হয়ে যায়।’ তারপর আবার পুরানো রসিকতার সুরে বলেন, 'কিন্তু ভারতীয়রা ব্যবসায়ী। আর ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ব্যবসার জায়গা। তবে করণ জোহর আমার থেকে এইসব ভালো জানেন। আমি শুধু মজা করছি।’
আরও পড়ুন: ‘দু'জনেই সেক্সুয়ালি…’! মুসলিম হয়ে হিন্দু নায়িকাকে কেন বিয়ে? জবাব সমাজবাদি পার্টির নেতা ফাহাদের
অভিনেতা আরও বলেন, ‘করণ জোহর যা বলছেন তা হল অভিনেতারা নিজের মতো করে পারিশ্রমিক দাবি করার কথা। কিন্তু বাজার থেকে উঠে আসার যে গ্যারাণ্টি সেটা তো তাঁরা তত জোরের সঙ্গে দিতে পারে না।’
প্রসঙ্গত, সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার কে সাক্ষাৎকার দেওয়ার সময় করণ ছবিতে অভিনয়ের জন্য তারকারা তাঁর কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা দাবি করেন সেই প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 'তোমার শেষ দুটো সিনেমা কী কী? কত ভালো ওপেনিং হয়েছিল সেগুলোর? কোন অধিকারে তুমি আমার কাছে এত টাকা চাইছ? প্রত্যেক তারকা আমার কাছে বাজেটের সমান অর্থ চেয়েছিলেন। আমি বলেছিলাম, ‘আমি কীভাবে আপনাকে এত টাকা দিতে পারি? বাজেট যখন ৪০ কোটি, তখন আপনি ৪০ কোটি টাকা চাইছেন কীভাবে? আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে ছবিটি ১২০ কোটি টাকার করবেই? কোনও নিশ্চয়তা নেই, তাই না?’
এর আগে জুলাই মাসে সাংবাদিক ফে ডি'সুজার ইউটিউব চ্যানেলে করণ জোহর বলেছিলেন, ‘হিন্দি সিনেমায় মোটামুটি ১০ জন যোগ্য অভিনেতা রয়েছেন। তারা সবাই হাতে আকাশের চাঁদ চায়। সুতরাং প্রথমে ওঁদের টাকা দিন, তারপর আপনি টাকা খরচ করে ছবি বানান এবং তারপর আবার ডিস্ট্রিবিউশনের জন্য আলাদা খরচ রয়েছে। কিন্তু এত কিছুরও পরও আপনার ছবি কতদিন চলবে আপনি জানেন না। যেসব ছবির তারকারা ৩৫ কোটি টাকা চাইছেন, তাঁদের ছবির ওপেনিং হয় সাড়ে তিন কোটি টাকার। এখানে অঙ্ক কীভাবে কাজ করে? এর পরও এত কথা বলেন কীভাবে?’