প্রাইম ভিডিয়োর অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সর্বশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সইফ আলি খান। ওই দিন তিনি তার উপর আক্রমণের বিষয়েও আলোচনা করেছিলেন। কয়েক মাস আগে, চুরির উদ্দেশ্যে তাঁর বাড়িতে অনুপ্রবেশকারী এক ব্যক্তি ঢুকে তাঁকে ছুরিকাঘাত করেছিল। তবে সইফ আলি খান হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই আক্রমণকে ভুয়া বলেছিল। সইফ এবার তাঁদের অভিযোগের জবাব দিলেন।
আরও পড়ুন: ‘বউ জুতোর ফিতেও বেঁধে দেয়’, ২য় স্ত্রীকে ইসলাম গ্রহণে বাধ্য করেন? জবাব ইসমাইল দরবারের
কাজল সইফকে বলেন যে তিনি সইফ আলি খানের গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার একটি ভিডিয়ো দেখেছেন। তিনি বলেন যে ভিডিয়োটি দেখে তিনি অবাক হয়েছেন। সইফ বলেন, ‘যখন অনুষ্ঠানটি শেষ হয়েছিল, তখন সেখানে কয়েকজন লোক ছিল। অনেকেই কীভাবে হাঁটতে হবে সে সম্পর্কে তাদের মতামত দিচ্ছিলেন.... মিডিয়া কৌতূহলী হয়ে উঠছিল। আমি বলেছিলাম, যদি মিডিয়া কৌতূহলী হয়ে ওঠে, তাহলে আমাদের বিষয়টি মিটিয়ে ফেলা উচিত এবং আমাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেওয়া উচিত কারণ আমি হাঁটতে সক্ষম হয়েছিলাম। এটা খুব খারাপ ছিল, কিন্তু ঠিক ছিল। তারা এটা সেলাই করে দিয়েছিল এবং আমি এক সপ্তাহ সেখানে ছিলাম। আমার পিঠ ঠিক ছিল। ব্যথা হচ্ছিল, কিন্তু আমি হাঁটতে পারছিলাম। আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিল না।’
সইফ কেন হেঁটে এসেছিল?
সইফ আলি খান বলেন, ‘কেউ কেউ বলেছিলেন আমার অ্যাম্বুলেন্সে যাওয়া উচিত। কেউ বলেছিল আমার হুইলচেয়ারে যাওয়া উচিত। আর আমি ভাবছিলাম, আতঙ্কিত হওয়ার কারণ কী, পরিবার, ভক্ত, কেউ? শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছো।’
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
সইফ বলেন যে তিনি এই কারণেই সেখানে হেঁটে গিয়েছিলেন। তিনি আরও বলেন যে, ‘অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়া নাকি আসল, আমরা এই ধরণের পৃথিবীতে বাস করি।’
টুইঙ্কল খান্না জানিয়েছেন যে তিনি সেই সময় সইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরকে ফোন করেছিলেন। তিনি সইফকে হুইলচেয়ার ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে সইফ তার কথা শোনেন না। যদি তিনি শুনতেন, তাহলে বিতর্ক হত না।