ইংল্যান্ডে উইনচেস্টারে স্বামী সইফ আলি খান, দুই ছেলে তৈমুর এবং জেহ-এর সঙ্গে সময় কাটিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান। নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেই ছবি। ইনস্টাগ্রামে তৈমুরের সঙ্গে গডফাদারের ছবিও শেয়ার করেছেন বেবো।
ছবিতে সইফ এবং অন্য একজন ব্যক্তি, আপাতদৃষ্টিতে উইনচেস্টার কলেজে সইফের সেরা বন্ধু আন্দ্রেয়াস ক্যাম্পোমারকে ৬০০ বছরের পুরনো বোর্ডিং করিডরে দেখা গিয়েছে তাঁদের সঙ্গে। ছবিতে সইফকে নীল শার্ট এবং হাতকাটা সোয়েটার, ডেনিম জিনস পরে দেখা গিয়েছে। তৈমুর একটি হুডি এবং ডেনিম পরেছিলেন।
ছবিতে, সইফ এগিয়ে গেলেও তৈমুরকে গডফাদারকে অনুসরণ করতে দেখা গিয়েছে। ছবিটি ক্লিক করেছেন করিনা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ফাদার...গডফাদার ...সন... উইনচেস্টার ২০২২।’ ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: ছোটপর্দায় টিকে থাকা, পর পর কাজ পাওয়া কঠিন, কেন এমন বলছেন চাঁদনি সাহা
গত মাসের শেষের দিকে দুই ছেলেকে নিয়ে ইউরোপে ছুটি কাটাতে যান পতৌদি দম্পতি। ইউরোপে পরিবারের অন্য়ান্য সদস্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে সইফ-করিনাকে। বন্ধুদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তাঁরা। নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেই ছবি।
চারজনের পরিবার ছাড়াও করিনার দিদি তথা অভিনেত্রী করিশ্মা কাপুরও আপাতত লন্ডনে রয়েছেন। সেখান থেকে দুই বোনের ছবি একসঙ্গে ভেসে উঠেছে লোলোর ইনস্টাগ্রামের স্টোরিতে। তুতো বোন ঋদ্ধিমা কাপুর সাহানি এবং পিসি রিমা জৈনের সঙ্গেও লন্ডনে গিয়ে দেখা করেছেন বেবো। বন্ধু অমৃতা অরোরা এবং নাতাশা পুনাওয়ালার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।