আসন্ন সিনেমা ‘বিক্রম বেদা’-এর টিমের সঙ্গে দ্য কপিল শর্মা শো-এর সেটে প্রচারের জন্য গিয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। আরও হাজির ছিলেন রাধিকা আপ্তে, শরীব হাশমি, যোগিতা বিহানি, সত্যদীপ মিশ্র এবং রোহিত শরফ। পরিচালক গায়ত্রী এবং পুষ্করও এই শোতে যোগ দিয়েছিলেন।
হোস্ট কপিল শর্মা বেশ কিছু অজানা তথ্য এ দিন প্রকাশ করেছেন। সত্যদীপ মিশ্র সম্পর্কে বলেছিলেন, তিনি অভিনেতা হওয়ার আগে আয়কর বিভাগে সহকারী কমিশনার ছিলেন। কপিল মজা করে জিজ্ঞাসা করেছিলেন, সইফ তাঁকে পতৌদি প্রাসাদের কথা আগে জানালে, সেখানেই হয়তো আগে যেতেন সত্যদীপ।
নবান বাড়ির ছেলে সইফ আলি খান। এ বিষয় সইফ জানিয়েছেন, তিনি আসলে একজন 'ভালো নাগরিক'। পতৌদি নবাব বলেন, ‘আমি অ্যাওয়ার্ড পাই জানো? আয়কর বিভাগ থেকে অ্যাওয়ার্ড পাই। আমি ভালো নাগরিক।’ সত্যদীপ জানিয়েছেন, তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু কখনও সহকারী কমিশনার হিসেবে কাজ করেননি। আরও পড়ুন: বিদেশের মাটিতে প্রিয়াঙ্কার ‘সোনা’টা দেখতে কেমন? ঘুরিয়ে দেখালেন অন্দরমহল
৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বিক্রম বেদা। সেই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন হৃতিক রোশন, সইফ আলি খান আর রাধিকা আপ্তে। আর ছবির প্রচারেই কপিলের শো-তে হাজির হয়েছিলেন সইফ ও টিমের বাকি সদস্যরা। আরও পড়ুন: মা পেশায় স্কুল শিক্ষিকা, মাদুরাইয়ের সেই স্কুলে ছাত্রীদের সঙ্গে নাচলেন ক্যাটরিনা
তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। তামিল হিট ছবিতে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন। সেই ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে পুষ্কর এবং গায়ত্রী। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।
এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।