সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন করিনা কাপুর খান। নিজের পরিবারের ছবি প্রায়শই শেয়ার করেন সোশ্যালে। আর তা দেখতে ভালোওবাসে মানুষ। এই যেমন দিনকয়েক আগে দিওয়ালিতেই ভাইরাল হয়েছিল একটা ছবি। যেখানে দেখা মিলেছিল সেজেগুজে সইফ-করিনা-তৈমুর ছবির জন্য পোজ দিলেও মাটিতে গড়াগড়ি খাচ্ছে ছোট ছেলে জেহ। যা দেখে হাসির রোল উঠেছিল। বাচ্চাদের দুষ্টুমি তো এরকমই হয়, তাই ছবির সঙ্গে রিলেটও করতে পেরেছিলেন সকলে।
সেই ছবিগুলির ক্যাপশনে করিনা লিখেছিলেন, ‘এটাই আমরা। আমাদের তরফ থেকে আপনাদের, হ্যাপি দিওয়ালি বন্ধুরা। সবাই ভালো থাকবেন।’ প্রথম ছবিতে তিনি আর সইফ। দ্বিতীয় ছবিতেও তাঁরাই, তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে তৈমুর আর জেহ জানলা দিয়ে যেন কিছু একটা দেখছে। আসল চমক কিন্তু চার নম্বর ছবিতে। যেখানে মা-বাবার পাশে দাঁড়িয়ে আছে তৈমুর। কিন্তু মেঝেতে গড়াগড়ি খাচ্ছে জেহ। করিনা-সইফ ক্যামেরার দিকে তাকালেও, ভাইয়ের কাণ্ড দেখে চোখ ফেরাতে পারেনি তৈমুর। মুখের হাসি বলে দিচ্ছে বেশ মজা পেয়েছে সে নিজেও।
এই নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ জানালেন, ‘ আমার বউই আমাদের ছবির জন্য পোজ দেওয়ায় জোর করে। তৈমুর খুব অনিচ্ছার সঙ্গে হ্যাঁ করে, আমিও তাই। তবে এসবের ধার ধারে না জেহ। তাই আমি আর তৈমুর হাসছিলাম, কারণ আমাদের মনের অবস্থাও এটাই। তাই আমরা জেহকে এভাবেই রেখে ছবিটা চুলে নিয়েছিলাম আর কী!’
বেশ কিছু বছর লিভ-ইন করার পর ২০১২ সালে বিয়ে করেন সইফ আর করিনা। ২০১৬ সালে জন্ম হয় প্রথম সন্তান তৈমুর আলি খানের, যার বয়স এখন পাঁচ বছর। ২০২১ সালে করিনা জন্ম দেন ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের। এখন সে মাত্র বছর দেড়েকের।