বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Taimur: লন্ডনে করিনা-জেহ,মলদ্বীপে বেড়ু বেড়ু সইফ-তৈমুরের! বাবার জন্য পিৎজা বানালো খুদে

Saif-Taimur: লন্ডনে করিনা-জেহ,মলদ্বীপে বেড়ু বেড়ু সইফ-তৈমুরের! বাবার জন্য পিৎজা বানালো খুদে

সইফ-তৈমুরের ছুটি ছুটি

ছোট ছেলেকে নিয়ে লন্ডনে করিনা, তৈমুরকে নিয়ে মলদ্বীপে বেড়ু বেড়ু সইফের! বাবার জন্য পিৎজা বানাচ্ছে খুদে তৈমুর। দেখেই মন ভরে গেল নেটপাড়ার।

মলদ্বীপে বড়ছেলে তৈমুরের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছে সইফ আলি খান। বলিউড তারকাদের পছন্দের হলিডে ডেস্টিনেশন এখন মলদ্বীপ। ব্যতিক্রম নন সইফও। সপরিবারে বহুবার দ্বীপরাষ্ট্রে দেখা গিয়েচে সইফকে। তবে এবার বাবা-ছেলেতে মিলে হঠাৎ প্ল্যান করে পৌঁছে গিয়েছে মলদ্বীপ। আসলে করিনা ছোট ছেলে আর জেহ-কে সঙ্গে নিয়ে লন্ডনে উড়ে গিয়েছেন। সেখানে হনসল মেহতার পরবর্তী ছবির শ্যুটিং সারছেন করিনা।

তৈমুর এখন অনেকটাই বড়। বাবার কাছে তৈমুরকে রেখে গিয়েছিল করিনা। তবে ভাই আর মায়ের জন্য মন খারাপ ছোট্ট তৈমুরের। তাই ছেলের মন ভালো করতে ‘ড্যাডি কুল’ সইফ পৌঁছে গিয়েছেন মলদ্বীপ। দুজনের মলদ্বীপ ভ্যাকেশনের বেশ কিছু ছবি ফাঁস হয়েছে, যেখানে একটিতে দেখা যাচ্ছে ছোট্ট তৈমুর রীতিমতো তৈরি হয়ে পিৎজা বানাতে ব্যস্ত সইফের জন্য।

শেফেদের অ্যাপ্রন গায়ে চড়িয়েই কিচেনে তৈমুর। হাতে একটি বিরাট স্প্যাটুলা এবং সেখানে রয়েছে একটি ইয়াম্মি পিৎজ্জা। ছবিতে জিনস আর শর্টসে দেখা মিলল সইফের। সোশ্যাল মিডিয়া স্টার তৈমুমের এই অবতার দেখে খুসি নেটিজেনরা। একজন লেখেন-'পৃথিবীর সেরা আর কিউট রাঁধুনি'।

অপর এক ছবিতে বাবার কোলে বসে থাকতে দেখা গেল তৈমুরকে। প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ঘন নীল সমুদ্র। সোয়েট শার্ট পরে রয়েছেন সইফ, অন্যদিকে তৈমুরের পরনে সাদা প্যান্ট, সোয়েট শার্ট'।

ব্রিটিশ যুক্তরাজ্যে আপতত হনসল মেহতার ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত করিনা। দিওয়ালির ছুটিতে দেশে ফিরেছিলেন করিনা, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের কাজে ফিরেছেন। করিনা আর জেহ লন্ডনে ফিরে যেতেই বড় ছেলের হাত ধরে মলদ্বীপে ঘুরতে বেরিয়ে গিয়েছেন সইফ।

করিনার শেষ দেখা মিলেছে ‘লাল সিং চড্ডা’য়। ছবি না চললেও করিনার অভিনয় দাগ কেটেছে। হনসল মেহতার ছবিতে গোয়েনদার ভূমিকায় দেখা যাবে করিনাকে। খুনের রহস্যর সমাধানে নামবেন বেবো। অন্যদিকে সইফকে শেষ রুপোলি পর্দায় দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’য়। হাতে রয়েছে ‘আদিপুরুষ’এর মতো ছবি।

 

বন্ধ করুন