বাংলা নিউজ > বায়োস্কোপ > পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ

পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ

সইফ আলি খানের সঙ্গে তাঁর ছেলে তৈমুর এবং জেহ

সইফ আলি খান তাঁর প্রথম তেলেগু ছবি 'দেবারা: পার্ট ওয়ান'-এর প্রচারে ব্যস্ত। তবে কাজের ব্যস্ততার মাঝেও ছেলেদের সময় দিতে ভুলছেন না সইফ। মঙ্গলবার সন্ধ্যায় দুই ছেলে তৈমুর ও জেহকে অভিনেতার সঙ্গে দেখা গিয়েছে। সইফ ক্রিকেট শেখানোর জন্য তাদের খেলার মাঠে নিয়ে যাচ্ছিলেন।

সইফ আলি খান তাঁর প্রথম তেলেগু ছবি 'দেবারা: পার্ট ওয়ান'-এর প্রচারে ব্যস্ত। তবে কাজের ব্যস্ততার মাঝেও ছেলেদের সময় দিতে ভুলছেন না সইফ। মঙ্গলবার সন্ধ্যায় দুই ছেলে তৈমুর ও জেহকে অভিনেতার সঙ্গে দেখা গিয়েছে। সইফ ক্রিকেট শেখানোর জন্য তাদের খেলার মাঠে নিয়ে যাচ্ছিলেন। বাবা মনসুর আলি খান পতৌদি রক্ত বইছে সইফ ও তাঁর ছেলেদের শরীরে, তাই কি ছেলেদের ছোট্ট থেকেই ট্রেনিং দিচ্ছেন অভিনেতা? এদিন তৈমুর এবং জেহের সঙ্গে ছুটির মেজাজে ধরা দিয়েছিলেন সইফ। 

সইফ তৈমুর এবং জেহ সঙ্গে ক্রিকেট খেলছেন

এদিনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সইফকে একটি নীল টি-শার্ট এবং ঢিলেঢালা ধূসর প্যান্টে দেখা গিয়েছে। তিনি মুম্বইয়ের একটি খেলার মাঠে তৈমুর এবং জেহকে ক্রিকেট শেখাতে নিয়ে গিয়েছিলেন। এক পাপারাৎজির ভিডিয়োতে দেখা গিয়েছে সইফ তৈমুর এবং জেহের আগে আগে হাঁটছিলেন। আর খুদে তৈমুর এবং জেহ তাঁর সঙ্গে লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। তৈমুর ও জেহ দু'জনের পরনেই ছিল সাদা রঙের জার্সি। ওঁদের সঙ্গে খেলার মাঝেই সইফ তাঁর ফোনের ক্যামেরায় একটি সেলফিও তোলেন।

আরও পড়ুন: শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান

প্র্যাকটিস শেষ হওয়ার পর তৈমুর ও জেহকে নিয়ে আবার ফিরতেও দেখা যায় সইফকে। জেহের হাত ধরে তিনি এক্সিট গেটের দিকে হাঁটাছিলেন।

দেবারা: পার্ট ওয়ান' সম্পর্কে

জুনিয়র এনটিআর অভিনীত 'দেবারা: পার্ট ওয়ান' মুক্তি আগে প্রচারে ব্যস্ত কলাকুশলীরা, ব্যতিক্রম নন সইফ আলি খানও। 'দেবারা'র ট্রেলার লঞ্চের দিন তিনি বলেছিলেন, ‘আমি সত্যিই উত্তেজিত হয়ে পড়েছিলাম যখন ওঁরা আমাকে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে তৈরি একটি সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিল। এমন একটা ছবির উপহার হিসেবে পেয়ে সত্যি আমি আপ্লুত। আমি মনে করি, ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ সহ ভারতের নানা আঞ্চলীক ভাষার ছবিগুলিতে সব অভিনেতাদের কাজ করতে দেখা যাবে।’

আরও পড়ুন: ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা

জাহ্নবী কাপুরকে এই ছবিতে জুনিয়র এনটিআরের বিপরীতে দেখা যাবে। এই ছবিটি পরিচালক প্রযোজক করণ জোহর তাঁর ধর্মা প্রোডাকশনের ব্যানারে উত্তর ভারতের নানা অঞ্চলে উপস্থাপন করবেন। জুনিয়র এনটিআর ‘দেবরা: পার্ট ১’-এ ‘দেবরা’ এবং ‘বরাধ’, ওরফে ‘দেব’ এবং ‘ভারা’ হিসাবে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। সইফকে কুস্তি বিশেষজ্ঞ ‘ভৈরা’-এর চরিত্রে অভিনয় করেতে দেখ যাবে। জাহ্নবীকে 'থাঙ্গাম'-এর চরিত্রে দেখা যাবে। ‘দেবরা: পার্ট ১’ যুবসুধা আর্টস এবং এনটিআর আর্টস প্রযোজনা করেছেন এবং নন্দমুরি কল্যাণ রাম উপস্থাপনা করেছেন। ছবিটি ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে।

প্রসঙ্গত, ‘দেবরা: পার্ট ১’-এর প্রচারে কপিল শর্মার শোয়ে গিয়েছিলেন সইফ, সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘আগে আমির খান আমাদের শোতে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, ‘আমার সন্তানরা আমার কথা শোনে না।’ এখন আপনার ছেলে ইব্রাহিম আলি খান অভিনয় জীবন শুরু করতে চলেছেন, বড় হয়ে গেছেন, কিন্তু এখনও কি তিনি শোনেন আপনার কথা? কী বলবেন আপনি?’ জবাবে সইফ মজা করে বলেন, ‘আমি মনে করি ওঁর আমির খানের কথা শোনা উচিত।’

বায়োস্কোপ খবর

Latest News

‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.