বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan: প্লেনের মধ্যে মায়ের বন্ধুর সঙ্গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’

Saif Ali Khan: প্লেনের মধ্যে মায়ের বন্ধুর সঙ্গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’

চার সন্তানের সঙ্গে সইফ আলি খান। (PTI)

সইফ আলি খানকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলতে শোনা গেল, তিনি ছোটবেলায় অনেক বেশি 'দুষ্টু' ছিলেন। তাই তাঁর সন্তানরা দুষ্টুমি করবে, সেটাই তো স্বাভাবিক! এরপর 'দেভারা: পার্ট ওয়ান'-এ দেখা যাবে করিনা কাপুরের বরকে। এটির মাধ্যমেই তেলুগু সিনেমায় অভিষেক হতে চলেছে তাঁর।

'দেবারা: পার্ট ওয়ান' ছবির সাফল্যে উচ্ছ্বসিত সাইফ আলি খান। অভিনেতা গত কয়েকদিন ধরে তার প্রথম তেলেগু ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ খোলাখুলিভাবে তার ব্যক্তিগত জীবন এবং ইন্ডাস্ট্রিতে এতদিনের যাত্রা সম্পর্কে কথা বলেন। এরকমই এক কথোপকথনের মাঝে সইফ বলে ওঠেন, ছেলেবেলায় তিনি খুব ‘দুষ্টু’ ছিলেন তিনি, আর সেই তুলনায় তাঁর ৩ ছেলে ইব্রাহিম, তৈমুর এবং জেহ অনেক বেশি ‘গোছানো’।

আড্ডায় সইফ বলেন, ‘আমি ভীষণ দুষ্টু ছিলাম। আমি খুব দুষ্টুমি করেছি। একবার মায়ের এক বন্ধুর সঙ্গে ফ্লাইটে উঠেছি। কোনো একটা বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছে। সেই সময়, দেখি উনি তা দেখে মাথা নাড়াচ্ছেন। আমিপ্রশ্ন করি, ‘কী হল?’ তাতে জবাব আসে, ‘ওরা যদি একটুও তোমার মতো হয়, তাহলে কপালে দুঃখ আছে তোমার। তুমি জানো ও না, কী কী করেছ তুমি।’ হতে পারে, আমিও এটারই যোগ্য। কিন্তু আমি ভাগ্যবান যে, আমার কোনো সন্তানই সেরকম নিকৃষ্টতম দুষ্টুমি এখনো কিছু করেননি। 

আরও পড়ুন: সোমবার রাতে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে, এখন অবস্থা ‘স্থিতিশীল’

তিনি আরও বলেন, ‘আমি ছেলেদের বারবার বলি, তোমরা আমার চেয়ে অনেক বেশি গোছানো। আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে, একটু বেশিই সময় নিয়েছি। অভিনেতা হওয়ার আগ, আমি ঠিক কী করতে চাই, তা নিয়ে খুব কনফিউজড ছিলাম। আমার পছন্দের কাজ কী হবে, নিজেকে কোন ভূমিকায় দেখতে চাই, তা খুঁজে পেতে অনেকটাই সময় নিয়ে ফেলেছিলাম।’

আরও পড়ুন: বড় বিপদে ‘সিঙ্গেল ড্যাড’ তুষার কাপুর, তড়িঘড়ি ইনস্টাগ্রামে সকলকে করলেন সাবধান

সইফ এর আগে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। সাইফ-অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর করিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। করিনার সঙ্গে সইফের দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।

আরও পড়ুন: ছেলেকে পড়াশোনায় মনোযোগী করতে নতুন বুদ্ধি কোয়েলের, কবীরকে স্কুলে যাওয়ার আগে কী বলেন?

১৯৯৩ সালে 'পরম্পরা' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন সইফ। দিল চাহতা হ্যায়, কাল হো না হো, হাম তুম এবং ওমকারা দিয়ে তিনি নিজেকে একজন বহুমুখী অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। সম্প্রতি জানা গেছে, রেস ৪-এ অভিনয় করবেন সইফ।

বায়োস্কোপ খবর

Latest News

কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.