অভিনেতা সইফ আলি খান নব্বইয়ের দশকের গোড়ার দিকে তিনি যে ধরণের সিনেমায় কাজ করেছিলেন এবং ২০০০ সালের পর কীভাবে পরিবর্তন এসেছিল সে সম্পর্কে কথা বলেছেন। এস্কোয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সাইফ জানান যে, কেন বান্ধবী বা বউয়ের সঙ্গে একসঙ্গে কাজ করা ‘ভালো আইডিয়া নয়’!
সাইফ স্ত্রী-অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও, তিনি তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনও সিনেমা করেননি। তাঁর নব্বইয়ের দশকের সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে সইফ বলেন যে, লোকেরা বলত যে তিনি ‘ভাগ্যবান যে আপনার এত সুযোগ আছে’। সইফ আরও জানান যে, তিনি সেইসময় ‘সেরা সিনেমা পাচ্ছিলেন না বা প্রধান চরিত্রে অভিনয় করছিলেন না’।
সইফ আরও জানান যে, তিনি কাজ করতে করতে বুঝতে পেরেছিলেন যে, সেটে সহ-অভিনেত্রীদের সঙ্গে হেলদি কম্পিটিশন থাকলে তিনি ভালো কাজ করছেন। যা প্রেমিকা বা বউয়ের সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়।
প্রসঙ্গত, সইফ এবং কারিনা একসঙ্গে বেশ কিছু প্রোজেক্টে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে এলওসি কার্গিল (২০০৩), ওমকারা (২০০৬), টশন আর রোডসাইড রোমিও (২০০৮), কুরবান (২০০৯) এবং এজেন্ট বিনোদ (২০১২)। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।
২০২১ সালে সইফ পিঙ্কভিলাকে বলেছিলেন যে, তাঁকে এবং কারিনাকে আবার একে অপরের সঙ্গে কাজ করার জন্য বাড়িতে সামঞ্জস্য করতে হবে, আর এর জন্য দরকার একটি ‘অসাধারণ’ প্রোজেক্ট। বরং তার চেয়ে একসঙ্গে বসবাস করা এবং আলাদা আলাদা মানুষের সঙ্গে কাজ করা তাঁদের জন্য সুবিধাজনক।
করিনা ও সইফের আসন্ন প্রোজেক্ট:
করিনাকে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা থ্রিলার ‘দায়রা’তে দেখা যাবে। তাঁকে শেষবার রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’ ছবিতে দেখা গিয়েছিল। এতে আরও অভিনয় করেছিলেন অজয় দেবগন, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। সইফকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’ ছবিতে দেখা গিয়েছে। এতে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, কুণাল কাপুর এবং নিকিতা দত্ত। কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল পরিচালিত ‘জুয়েল থিফ - দ্য হাইস্ট বিগিনস’ ২৫ এপ্রিল থেকে নেটফ্লিক্সে আসছে। তাঁকে পরবর্তীতে প্রিয়দর্শনের ‘হাইওয়ান’ছবিতে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সাইয়ামি খের।