বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif-Kareena: জয়সলমের থেকে সদ্য মুম্বই ফিরলেন সইফিনা জুটি, সঙ্গে তৈমুর-জেহ, দেখুন ভিডিয়ো

Saif-Kareena: জয়সলমের থেকে সদ্য মুম্বই ফিরলেন সইফিনা জুটি, সঙ্গে তৈমুর-জেহ, দেখুন ভিডিয়ো

জয়সলমের থেকে ফিরলেন সইফ-করিনা

Saif-Kareena: ভিডিয়োতে দেখা গিয়েছে, বড় ছেলে তৈমুরের হাত ধরে বিমানবন্দরে হাঁটছেন সইফ। পাশে গটগট করে হেঁটে আসছেন করিনাও। ন্যানির কোলে চড়ে আসছে জেহ।

শর্মিলা ঠাকুরের ৭৮ বছরের জন্মদিন সেলিব্রেট করতে জয়সলমের উড়ে গিয়েছিলে করিনা কাপুর খান, সইফ আলি খানরা। সঙ্গে ছিল দম্পতির দুই পুত্র তৈমুর এবং জেহ। শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করে স্বামী-সন্তানদের সঙ্গে সদ্য মুম্বই ফিরেছেন করিনা। মুম্বই বিমানবন্দরে পা রাখতেই পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।

ভিডিয়োতে দেখা গিয়েছে, বড় ছেলে তৈমুরের হাত ধরে বিমানবন্দরে হাঁটছেন সইফ। পাশে গটগট করে হেঁটে আসছেন করিনাও। ন্যানির কোলে চড়ে আসছে জেহ। তৈমুরের পরনে ছিল নীল রঙের সোয়েটশার্ট জিনস এবং সাদা স্নিকার্স। সইফের পরনে ক্যাজুয়াল পিঙ্ক রঙের কুর্তা, সাদা পাজামা, বাদামী রঙের জুতো এবং চোখে কালো সানগ্লাস। করিনা প্রিন্টেড ওভারসাইজ জ্যাকেটের সঙ্গে একটি সাদা শার্ট পরেছিলেন। হ্যান্ডব্যাগ ছিল অভিনেত্রীর সঙ্গে। দাদা তৈমুরের মতোই একই রকমের পোশাক পরেছেন জেহ।

আরও পড়ুন: ওটিটির জগতে পা রাখছেন অঙ্কুশ, জুটি বাঁধছেন সন্দীপ্তার সঙ্গে, আসছে ‘শিকারপুর’

নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই ভিডিয়োতে। একজন লিখেছেন, ‘ওরা এত রাজকীয়।’ অপর এক নেটিজেনের মন্তব্য, ‘বলিউডের অন্যান্য অভিনেতাদের মতো তারা এতটাই স্বাভাবিকভাব।’ কারও মন্তব্য, ‘নবাবী’।

বলিউডের অন্যতম পাওয়ার কাপল সইফ আলি খান করিনা কাপুর খান। ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন এই জুটি। করিনা সইফের দ্বিতীয় স্ত্রী। প্রথমে ‘এল ও সি কার্গিল’(২০০৩), তারপর ‘ওমকারা’ (২০০৬)। দু’টি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সইফ আর করিনা। তবে ‘তশন’ (২০০৮) ছবিতে সম্পর্কের গভীরতা বাড়ে। তারপর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল এই লাভ বার্ডসকে। দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় ২০১২ সালে। জুটির দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গির।

বন্ধ করুন