বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan: একফ্রেমে তিন ছেলের সঙ্গে! 'সইফকে ইব্রাহিমের দাদা লাগছে', বললেন নেটিজেন

Saif Ali Khan: একফ্রেমে তিন ছেলের সঙ্গে! 'সইফকে ইব্রাহিমের দাদা লাগছে', বললেন নেটিজেন

সাবা আলি খানের শেয়ার করা ছবি

এই মাসের শুরুতে ৫২ বছরে পা রাখলেন সইফ আলি খান। তাঁদের জন্মদিন পার্টি থেকে অদেখা ছবি শেয়ার করেন বোন সাবা। 

এক ফ্রেমে বাবা এবং তিন ছেলে। ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহাঙ্গির আলি খানের সঙ্গে সইফ আলি খান। তাঁদের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সাবা আলি খান। সম্পর্কে সইফের ছোট বোন সাবা।

সইফের সঙ্গে তিন ছেলের ছবি শেয়ার করে সাবা লেখেন, ‘বেবো’র (করিনা কাপুর খান) ছেলেরা। আরও একটি ছবি পাওয়া গিয়েছে, তাই শেয়ার করলাম। জন্মদিনের মুহূর্ত। দুই ভাইয়ের প্রতি ইগির প্রতিরক্ষামূলক অঙ্গভঙ্গি মিস করতে চাই না....মাহশাআল্লাহ।’ সইফের ৫২ বছরের জন্মদিন থেকে এই ছবি। চলতি মাসের শুরুতেই জন্মদিন ছিল পতৌদি নবাবের। ছবিতে দুই ভাই তৈমুর এবং জেহকে আগলে রাখতে দেখা গিয়েছে ইব্রাহিমকে। টেবিলের উপর সামনে সইফের জন্মদিনের কেক রাখা। আরও পড়ুন: Jogi trailer: ১৯৮৪ সালের হিংসার সময়ে বন্ধুত্বের গল্প, প্রকাশ্যে দিলজিতের ‘যোগি'র ট্রেলার

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘একই ফ্রেমে সুদর্শনতা। উফফ জেহ বাবা।’ আরেকজন বলেছেন, ‘সইফকে দেখতে ইব্রাহিমের বড় ভাইয়ের মতো’ অন্য অনেকে মন্তব্য বিভাগে ভালোবাসা উজাড় করেছেন।

সাবা আলি খানের শেয়ার করা ছবি
সাবা আলি খানের শেয়ার করা ছবি

সইফের চার সন্তান। ২০১২ সালে করিনা কাপুর খানকে বিয়ে করেই সইফ। তাঁদের দুই সন্তান তৈমুর এবং জেহ। তিনি অভিনেতা সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের বাবা। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে তাঁদের এই দুই সন্তান। সাবা সইফের ছোট বোন এবং সোহা আলি খানের বড় বোন। পেশায় জুয়েলারি ডিজাইনার সাবা। সোহা অভিনেতা কুণাল খেমুকে বিয়ে করেছেন। তাঁদের একমাত্র মেয়ের নাম মেয়ে ইনায়া। আরও পড়ুন: সুদীপাকে ‘উদ্ধত, অসভ্য এই মহিলা’ বললেন শ্রীলেখা! পালটা এই জবাব দিলেন সঞ্চালিকা

২০২০ সালে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, ‘আমি সর্বক্ষণ আমার সন্তানদের পাশে আছি। আমি আমার তিন সন্তানকে ভালোবাসি এবং আদর করি। এটা সত্যি যে আমি তৈমুরের সঙ্গে অনেকটা সময় কাটাই। তবে আমি আমার বড় ছেলে ইব্রাহিম এবং আমার মেয়ে সারার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। আমার তিন সন্তানেরই আমার হৃদয়ে আলাদা জায়গা আছে। আমি যদি সারার কাছে কোনও বিষয় আঘাত পাই, তৈমুর কখনই আমায় সেই সম্পর্কে ভালো অনুভব করাতে পারে না। তাঁদের প্রত্যেকের বয়স ভিন্ন। আমার তিন সন্তানের প্রত্যেকেরই আলাদা ধরনের সংযোগ প্রয়োজন।'

বন্ধ করুন