একেবারে ফিট হয়ে গিয়েছেন সইফ আলি খান। কিছুদিন আগে তাঁর বাড়িতে এক আততায়ী ঢুকে তাঁর উপর যে হামলা চালিয়ে পিঠে ছুরি বসিয়েছিল দেখে বোঝার উপায় নেই। সম্প্রতি তাঁকে তাঁর নতুন ছবির প্রচারেও দেখা গেল। হ্যাঁ, গত মাসে তাঁর উপর দিয়ে যে অত ঝড় গেল বোঝার উপায় নেই। কিন্তু ফিট হলেও ক্ষতর দাগ কি লুকানো যায় আর? সেটা দেখে কী বলছে নেটপাড়া?
কী ঘটেছে?
এদিন সইফ আলি খান জুয়েল থিফ দ্য রেড সান চ্যাপ্টার নামও ছবির প্রচারে আসেন। তাঁকে এদিন অল ডেনিম লুকে ধরা দেন। সেই আক্রমণের পর এদিন জনগণের সামনে প্রচারে এদিন অভিনেতা বলেন, 'আপনাদের সবার সামনে এসে আবার দাঁড়াতে পেরে ভালো লাগছে খুব।' তাঁকে দেখে হইচই পড়ে যায় উপস্থিত দর্শকদের মধ্যে।
তবে এদিন একই সঙ্গে তাঁর ছবি ভাইরাল হতেই বিতর্ক উসকে গেছে নতুন করে। এমনি যখন সইফকে আক্রমণ করা হয়, অস্ত্রোপচার করে তাঁর পিঠ থেকে ছুরির টুকরো বের করা হয় তখন তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে বিস্তর জল্পনা, জলঘোলা চলেছে। কিন্তু জানা গিয়েছিল তাঁর সারা গায়ে মোট ৬টি আঘাত ছিল। এদিন তার মধ্যে গলার সেই কাটা দাগ দেখা গেল। যদিও অনেকের মতেই এটা পাবলিসিটি স্টান্ট।
সইফ আলি খানের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তাঁর ডান দিকের কানের নিচ থেকে গলার অনেকটা পর্যন্ত কাটা দাগ দেখা যাচ্ছে যেখানে লিউকোপ্লাস্ট লাগানো। সেই ছবি দেখেই তির্যক মন্তব্য করেছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, ' সইফ আলি খানের ঘটনাটা এবার পুরোপুরি পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই লাগছে না। কেউ ৬ টা আঘাতের পর এত তাড়াতাড়ি সুস্থ হতে পারে না।'
আরেক ব্যক্তি লেখেন, 'সইফ আলি খানের ঘটনাটা মিথ্যে এবং বানানো মনে হচ্ছে এবার। যদিও আমি এটা বিশ্বাস করতে চাই না কারণ চিকিৎসকরাও জড়িত। তবে তাও মনে হচ্ছে এটা তাঁর আগামী ছবির প্রচার।'