বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Saif Ali Khan: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর সইফ আলি খানকে নানা মজার মজার কথা বলতে শোনা যায়। সেখানে তাঁর ছেলে তাঁর কথা শোনেন কিনা জানতে চাওয়া হলে, সইফ মজা করে অদ্ভুত উত্তর দেন।

'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর নতুন সিজনের প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেখানে নানা তারকাকে অতিথি হিসেবে দেখা গিয়েছে। কপিল শর্মা ও তাঁর টিমের সঙ্গে তাঁদের বেশ কিছু মজার মুহূর্তও প্রকাশ্যে এসেছে। সেখানে নানা তারকাকে মজা করে নানা উত্তর দিতে দেখা গিয়েছে। এর ব্যতিক্রম নন সইফ আলি খানও। তাঁকেও নানা মজার মজার কথা বলতে শোনা যায়। সেখানে তাঁর ছেলে তাঁর কথা শোনেন কিনা জানতে চাওয়া হলে, সইফ মজা করে অদ্ভুত উত্তর দেন। 

কপিল শর্মার শোয়ের প্রোমোতে সইফকে জিজ্ঞাসা করা হয়, ‘আগে আমির খান আমাদের শোতে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, ‘আমার সন্তানরা আমার কথা শোনে না।’ এখন আপনার ছেলে ইব্রাহিম আলি খান অভিনয় জীবন শুরু করতে চলেছেন, বড় হয়ে গেছেন, কিন্তু এখনও কি তিনি শোনেন আপনার কথা? কী বলবেন আপনি?’ জবাবে সইফ মজা করে বলেন, ‘আমি মনে করি ওঁর আমির খানের কথা শোনা উচিত।’

প্রসঙ্গত, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো'-এর প্রথম সিজনে, আমির খান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ‘আমার সন্তানরা আমার কথা শোনে না। মাঝে মাঝে আমার মনে হয় যে, আমাদের প্রজন্ম মাঝপথে আটকে আছে। আমরা আমাদের বাবা-মায়ের কথা শুনতাম। আমরা ভেবেছিলাম আমাদের সন্তানরা আমাদের কথা শুনবে। আমাদেরও সময় আসবে। যেমনটি রণবীর সিং বলেছেন (তাঁর আপনা টাইম আয়েগা সিনেমায়)। কিন্তু যখন আমরা বাবা-মা হয়েছি, তখন ওঁরা আর কথা শোনে না। প্রথমে আমাদের বাবা-মা আমাদের বকাঝকা করতেন, আর এখন আমাদের সন্তানরাও তাই করছে।’

আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা

শোটির ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘যখন আপনার প্রিয় তারকারা কপিল এবং গ্যাংয়ের সঙ্গে দেখা করবেন, ‘শানিভার কা ফানিভার বান্না পাক্কা হ্যায়’ অর্থাৎ শনিবার মজাদার হওয়া কেউ কাটকাতে পারবেনা। ২১ সেপ্টেম্বর থেকে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২' দেখুন, ঠিক রাত ৮টায়, শুধুমাত্র নেটফ্লিক্সে।' নতুন সিজনের প্রমোতে আলিয়া ভাট, করণ জোহর, জুনিয়ার এনটিআর, রোহিত শর্মা, সইফ আলি খানকে অতিথি হিসেবে দেখা যাবে।

আরও পড়ুন: অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? দেখে নিন

ইব্রাহিম এবং সারা আলি খান সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী অমৃতা সিংয়ের সন্তান। সইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর কারিনা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সইফ আলী খান। ২০১২ সালে সইফ ও করিনা বিয়ে করেন। তাঁদেরও দুই ছেলে রয়েছে। তৈমুর এবং জেহ। তাঁদের সকলের সঙ্গে সারা ও আব্রাহামের ভালো সম্পর্ক। এমনকী কারিনার সঙ্গেও সারার বেশ ভালো সম্পর্ক।

বায়োস্কোপ খবর

Latest News

পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.