'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর নতুন সিজনের প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেখানে নানা তারকাকে অতিথি হিসেবে দেখা গিয়েছে। কপিল শর্মা ও তাঁর টিমের সঙ্গে তাঁদের বেশ কিছু মজার মুহূর্তও প্রকাশ্যে এসেছে। সেখানে নানা তারকাকে মজা করে নানা উত্তর দিতে দেখা গিয়েছে। এর ব্যতিক্রম নন সইফ আলি খানও। তাঁকেও নানা মজার মজার কথা বলতে শোনা যায়। সেখানে তাঁর ছেলে তাঁর কথা শোনেন কিনা জানতে চাওয়া হলে, সইফ মজা করে অদ্ভুত উত্তর দেন।
কপিল শর্মার শোয়ের প্রোমোতে সইফকে জিজ্ঞাসা করা হয়, ‘আগে আমির খান আমাদের শোতে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, ‘আমার সন্তানরা আমার কথা শোনে না।’ এখন আপনার ছেলে ইব্রাহিম আলি খান অভিনয় জীবন শুরু করতে চলেছেন, বড় হয়ে গেছেন, কিন্তু এখনও কি তিনি শোনেন আপনার কথা? কী বলবেন আপনি?’ জবাবে সইফ মজা করে বলেন, ‘আমি মনে করি ওঁর আমির খানের কথা শোনা উচিত।’
প্রসঙ্গত, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো'-এর প্রথম সিজনে, আমির খান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ‘আমার সন্তানরা আমার কথা শোনে না। মাঝে মাঝে আমার মনে হয় যে, আমাদের প্রজন্ম মাঝপথে আটকে আছে। আমরা আমাদের বাবা-মায়ের কথা শুনতাম। আমরা ভেবেছিলাম আমাদের সন্তানরা আমাদের কথা শুনবে। আমাদেরও সময় আসবে। যেমনটি রণবীর সিং বলেছেন (তাঁর আপনা টাইম আয়েগা সিনেমায়)। কিন্তু যখন আমরা বাবা-মা হয়েছি, তখন ওঁরা আর কথা শোনে না। প্রথমে আমাদের বাবা-মা আমাদের বকাঝকা করতেন, আর এখন আমাদের সন্তানরাও তাই করছে।’
আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা
শোটির ট্রেলার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, ‘যখন আপনার প্রিয় তারকারা কপিল এবং গ্যাংয়ের সঙ্গে দেখা করবেন, ‘শানিভার কা ফানিভার বান্না পাক্কা হ্যায়’ অর্থাৎ শনিবার মজাদার হওয়া কেউ কাটকাতে পারবেনা। ২১ সেপ্টেম্বর থেকে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন ২' দেখুন, ঠিক রাত ৮টায়, শুধুমাত্র নেটফ্লিক্সে।' নতুন সিজনের প্রমোতে আলিয়া ভাট, করণ জোহর, জুনিয়ার এনটিআর, রোহিত শর্মা, সইফ আলি খানকে অতিথি হিসেবে দেখা যাবে।
আরও পড়ুন: অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? দেখে নিন
ইব্রাহিম এবং সারা আলি খান সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী অমৃতা সিংয়ের সন্তান। সইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন এবং ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর কারিনা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সইফ আলী খান। ২০১২ সালে সইফ ও করিনা বিয়ে করেন। তাঁদেরও দুই ছেলে রয়েছে। তৈমুর এবং জেহ। তাঁদের সকলের সঙ্গে সারা ও আব্রাহামের ভালো সম্পর্ক। এমনকী কারিনার সঙ্গেও সারার বেশ ভালো সম্পর্ক।