দিলীপ কুমারের ৯৯তম জন্মবার্ষিকীর ঠিক আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সায়রা বানু। নিউমোনিয়ায় কাবু প্রয়াত অভিনেতার স্ত্রী, সায়রার পায়ের গোড়ালিতে রক্ত জমাট বেঁধেছে। তবে ইন্ডিয়া টুডে ডিজিটালের সাথে একটি সাক্ষাত্কারে অভিনেত্রী জানিয়েছেন তার স্বাস্থ্যের উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আরও পডুন-ড্রাগ ওভারডোজে মৃত্যু ‘ক্রাইম পেট্রোল’ অভিনেত্রীর ১৪ বছরের ছেলের, খুনের অভিযোগে গ্রেফতার ২ বন্ধু
সায়রা বানুর স্বাস্থ্য আপডেট
দু-দিন আগে সায়রা বানুর অসুস্থতার খবর সামনে আসার পর চিন্তায় পড়েছিল ভক্তরা। তবে সায়রা বানু বলেন, ‘আমি অনেকটা সেরে উঠেছি। জমাট বাঁধা রক্তও সচল হয়েছে। আমাকে নিজেকে আরও ফিট রাখতে হবে এবং ফিজিওথেরাপির সাহায্য নিতে হবে। আমি খুব ভালোভাবে সেরে উঠছি এবং এখন ভালো আছি।' চলতি বছরের শুরুর দিকে সীমিত চলাফেরাসহ বেশ কিছু স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে তার টিম নিশ্চিত করেছে, ‘তিনি এখন ভালো আছেন। ধীরে ধীরে সেরে উঠছেন’।
২০২১ সালে স্বামী দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই সায়রা বানুর শারীরিক পরিস্থিতি মাঝেমধ্যেই বিগড়ে যায়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি এবং কাহিনি শেয়ার করে নেন। অক্টোবরে তাঁদের বিবাহবার্ষিকীতে স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরেছিলেন সায়রা। তিনি লেখেন, '৫৮ বছর আগে আমার স্বপ্নের বিয়ের হাসপাতালের বিছানা থেকে স্মৃতিচারণ। 'দো সিতারো কা জমিন পর হ্যায় মিলন আজ কি রাত', আমাদের বিবাহবার্ষিকীতে ১১ অক্টোবর সারারাত রেডিওতে এই কথাটাই বাজছিল... এমন একটি দিন যা আমি আশা করি কখনই শেষ হবে না। কেউ যদি আমাকে বলত, 'হে সায়রা, তোমার সত্যিকারের ডানা আছে; তুমি উড়তে পারো,' আমি বিনা দ্বিধায় তাদের বিশ্বাস করতাম। ৫৮ শরৎ আগের সেই দিনটি কেমন পরাবাস্তব মনে হয়েছিল।'
সায়রা বানু সম্পর্কে
সায়রা বানু ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ২৩ বছরেরও বেশি দীর্ঘ তাঁর কর্মজীবনে। ব্লাফ মাস্টার, অ্যায়ি মিলন কি বেলা, ঝুক গয়া আসমান, পড়োসন, ভিক্টোরিয়া নং ২০৩, হেরা ফেরি এবং বৈরাগ সহ বেশ কয়েকটি সফল বলিউড চলচ্চিত্রের অংশ সায়রা বানু। অবসরের আগে তাঁর শেষ ছবি ছিল ‘ফয়সলা’। অভিনেতা ১৯৬৬ সালে দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন সায়রা। দিলীপ কুমারকে ছোট থেকে ভালোবেসেছেন অভিনেত্রী। জীবনের সব চড়াই-উতরাই পেরিয়ে শেষ দিন পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা। তাঁদের কোনও সন্তান নেই।