অসুস্থ হয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি সায়রা বানু। হাসপাতাল সূত্রে খবর, ৭৭ বছরের অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে অ্যাঞ্জিওগ্রাম করানোর পরামর্শ দিয়েছেন। এরপরই বেশ কিছু সংবাদে উঠে এসেছিল দিলীপ কুমারের মৃত্যর পর থেকে হতাশায় ভুগছেন সায়রা বানু।
ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক নীতিন গোখলে (Dr Nitin Gokhale) সায়রা বানুর সম্প্রতি শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘কোনও রকমের হতশার সঙ্গে লড়াই করছেন না সায়রা জি। এমনকি কোনও রকমের কঠিন পরিস্থিতির সৃষ্টি করেননি তিনি। অ্যাঞ্জিওগ্রাফিও এড়িয়ে যাচ্ছেন না’।
চিকিৎসক আরও বলনে, ‘শেষবার যখন আমি অ্যাঞ্জিওগ্রাফির কথা বলেছিলাম, তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে তবেই করা হবে। তাহলে এড়িয়ে যাওয়ার বা না বলার প্রশ্ন কোথায় এখানে?’
চিকিৎসক গোখলে আরও জানিয়েছেন, আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে সায়রা বানুকে। তিনি বলেন, ‘উনি একটি রুমে রয়েছেন। আগের থেকে অনেক ভাল আছেন, সুস্থ আছেন’।