রবিবার সকালে এআর রহমানের অসুস্থতার খবর আসে সামনে। জানা যায়, দু'বার অস্কার ও গ্র্যামি জয়ী ৫৮ বছর বয়সী গায়ককে চেন্নাইয়ের গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বভাবতই চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে এবার একটি ভিডিয়ো বার্তা হল রহমানের বিচ্ছিন্না স্ত্রী সায়রা বানুর কাছ থেকে।
গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় সায়রা রহমানের কাছ থেকে বার্তা আসে, ‘আমাদের অফিসিয়ালি ডিভোর্স হয়নি, আমরা এখনও স্বামী-স্ত্রী। ’
‘আমরা আলাদা হয়ে গেছি কারণ গত দুই বছর ধরে আমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং আমি তাঁকে কোনো চাপ দিতে চাইনি। তাই সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি, আমাকে তাঁর প্রাক্তন স্ত্রী বলবেন না। আমরা আলাদা হয়ে গেছি ঠিকই, তবুও আমি সবসময় তাঁর জন্য প্রার্থনা করছি। আমি তার পরিবার-সহ সবার কাছে অনুরোধ করছি, তাঁরা যেন তাঁকে কোনো চাপ না দেন এবং তাঁর যত্ন নেন।’, আরও বলেন সায়রা।
এ আর রহমানের হেলথ আপডেট
জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণে সুরকার এআর রহমানকে রবিবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং কয়েক ঘন্টা পরে ডাক্তাররা তাকে সুস্থ ঘোষণা করে, এবং ছেড়ে দেয়। বর্তমানে এআর রহমান বাড়ি ফিরেছেন বলেই তাঁর ম্যানেজার সেন্থিল ভেলান জানিয়েছেন।
এআর রহমানের ছেলে এআর আমিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাপোলো হাসপাতালের জারি করা মেডিকেল বুলেটিনের একটি ছবি শেয়ার করেছেন।

বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ আর রহমান আজ সকালে ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং রুটিন চেকআপের পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এআর রহমান-সায়রা বানু
গত নভেম্বরে এআর রহমানের স্ত্রী সায়রা রহমান, যিনি ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সংগীতশিল্পীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন, তিনিও স্বামীর মঙ্গলকামনা করেছেন। ‘এআর আমার প্রার্থনায় আছেন, এবং আমি তাঁর মঙ্গল কামনা করি। এই কঠিন সময়ে আমি তাঁর পাশে আছি, যেহেতু আমি আমি অস্ত্রোপচার থেকে সেরে উঠছি এবং তার দ্রুত আরোগ্য কামনা করছি।’, বলেন সায়রা।
সায়রা রহমানের বিচ্ছেদের ঘোষণা
২০২৪ সালের ১৯ নভেম্বর এআর রহমানের স্ত্রী সায়রা ২৯ বছর দাম্পত্য জীবন কাটানো পর বিচ্ছেদের ঘোষণা করেন। তাঁর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে বলেন, 'বিয়ের অনেক বছর পর স্বামী এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মিসেস সায়রা।
বিবৃতিতে বলা হয়, ‘তাদের সম্পর্কের মধ্যে চলা মানসিক টানাপোড়েনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, এই দম্পতি দেখেছেন যে তাদের মধ্যে একটি অনতিক্রম্য ব্যবধান তৈরি করেছে, যা এই মুহুর্তে কোনও পক্ষই পূরণ করতে সক্ষম বলে মনে করেন না। মিসেস সায়রা এই চ্যালেঞ্জিং সময়ে জনগণের কাছ থেকে গোপনীয়তা চেয়েছেন।’
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সায়রার অস্ত্রোপচার
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সায়রা রহমানের আইনজীবী বন্দনা শাহের একটি বিবৃতি থেকে জানা যায় যে, মেডিকেল ইমার্জেন্সির কারণে হাসপাতালে সায়রা। এবং তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।