শেষের পথে ঘরে ঘরে জি বাংলা। তার আগে অভিনেত্রী স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল টিম। সেখানেই তিনি জানালেন তাঁর কেরিয়ারের গল্প, যা শুনে মুগ্ধ হয়ে যান সঞ্চালিকা অপরাজিতা আঢ্য।
স্বৈরীতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘরে ঘরে জি বাংলা
এদিন স্বৈরীতি তাঁর কেরিয়ারের গল্প শোনান অপরাজিতাকে। অভিনেত্রী বলেন, 'শুরুর দিকে ইভেন্টে কাজ করতাম। জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম। যখন প্রথমবার জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম মনে আছে ১৫০ টাকা পেয়েছিলাম। তারপর টানা ৩-৪ বছর আমি জুনিয়র আর্টিস্ট হিসেবেই কাজ করেছি।' এই কথা শুনে অবাক হয়ে যান অপরাজিতা।
তারপরও স্বৈরীতি বলে চলেন, 'জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি মডেলিং করতাম। এভাবে করতে করতে পরিচালকদের সঙ্গে আলাপ হয়। পুনম দির হাত ধরে আমি প্রথম ব্রেক পাই। ওঁর কথা আমি কোনওদিন ভুলব না।'
তাঁর এই স্ট্রাগলের কথা শুনে মুগ্ধ অপরাজিতা বলেন, 'যাঁরা এভাবে লড়াই করে প্রতিষ্ঠা পাই তাঁরা আসলে প্রতিষ্ঠাটাকে উপভোগ করে। তোমরাই আসল যোদ্ধা। তোমরা কখনও পরিবারকে ছেড়ে যায় না। নিজের স্বার্থের কথা ভাবে না।'
ঘরে ঘরে জি বাংলা প্রসঙ্গে
জি বাংলার এটি অন্যতম রিয়েলিটি শো। এটি প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। এটির সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন যাপনের কথা উঠে আসে এখানে। এই রবিবার শেষ হয়ে যাবে এই শো। তার জায়গায় সোমবার থেকে আসবে রন্ধনে বন্ধন। গৌরব এবং ঋদ্ধিমা সেই শো সঞ্চালনা করবেন।