বাংলা নিউজ > বায়োস্কোপ > ওয়াজিদকে চুপিসাড়েই কিডনি দান করেছিল বৌদি,এতদিনে জানালেন প্রয়াত সংগীত শিল্পীর মা

ওয়াজিদকে চুপিসাড়েই কিডনি দান করেছিল বৌদি,এতদিনে জানালেন প্রয়াত সংগীত শিল্পীর মা

ওয়াজিদ খানকে কিডনি দান করেছিলেন বৌদি লুবনা, জানালেন মা

সাজিদ খান পত্নী লুবনা কিডনি দান করেছিলেন দেওর ওয়াজিদ খানকে। ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের মঞ্চে জানালেন প্রয়াত শিল্পীর মা। 

করোনা সংকটের সময় ২০২০ সাল জুড়ে বলিউড হারিয়েছে একাধিক সদস্যকে। গত বছর ১লা জুন মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হন বলিউডের হিট মিউজিক্যাল জুটি ‘সাজিদ-ওয়াজিদ’-এর ওয়াজিদ খান।  সম্প্রতি ওয়াজিদের মা এবং দাদা সাজিদ জানালেন প্রয়াত শিল্পীকে কিডনি দান করেছিলেন তাঁর বৌদি (সাজিদের স্ত্রী)। ২০১৯ সালে কিডনি প্রতিস্থাপন হয়েছিল ওয়াজিদ খানের। ওয়াজিদ খানের মা রাজিনা দেবী জানান, সাজিদের স্ত্রী লুবনা চুপিসাড়েই দেওরকে নিজের কিডনি দান করেছিলেন। সম্প্রতি এক মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চে হাজির হয়েছিল প্রয়াত সংগীত শিল্পীর পরিবার। 

প্রয়াত ছেলেকে স্মরণ করে চোখের জল আটকে রাখতে পারেননি রজিনা দেবী। ইন্ডিয়ান প্রো মিউজিক লিগের একটি এপিসোডে শ্রদ্ধার্ঘ জানানো হল ওয়াজিদ খানকে, সেই সূত্রেই মঞ্চে হাজির ছিলেন তাঁরা। পৌঁছেছিলেন সাজিদ খান পত্নী লুবনাও। 

ডায়াবেটিসের সমস্যা থাকায় ছেলেকে কিডনি দান করতে পারেননি তিনি, রজিনা খান বলেন,  ‘আমরা আমাদের সমস্ত আত্মীয়দের বলেছিলাম, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কিন্তু সেই সময় লুবনা কাউকে কিছু না বলে নিজে সমস্ত পরীক্ষা করায় এবং ওয়াজিদে নিজের কিডনি দেয়। আজকের দিনে তো বাবা-মা’ও ছেলেমেয়েকে কিডনি দেয় না, আর ও বৌদি হয়ে দু'বার ভাবেনি ওয়াজিদকে কিডনি দেওয়ার আগে'। 

দাদা-বৌদির সঙ্গে প্রয়াত সংগীত শিল্পী (ছবি-ইনস্টাগ্রাম)
দাদা-বৌদির সঙ্গে প্রয়াত সংগীত শিল্পী (ছবি-ইনস্টাগ্রাম)

লুবনা জানান, ‘আমি যেদিন জেনেছিলাম ওর (কিডনি) ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন আমি কাউকে কিছু বলিনি, কিন্তু সব পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি। শেষ পরীক্ষার আগে আমি ওয়াজিদকে সবটা বলি, আর জানাই যদি আমাদের সব পরীক্ষার ফল আশানুরূপ আসে তাহলে কিন্তু আমরা ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেব। ও খুব ভেঙে পড়েছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম ও আমার জন্য কতখানি গুরুত্বপূর্ণ। এরপর ও বাকরুদ্ধ হয়ে যায়’। লুবনার এই সিদ্ধান্তকে সমর্থন জানান স্বামী সাজিদ খান, শাশুড়ি এবং সন্তানেরাও যোগ করেন তিনি নিজে। 

স্মরণে সাজিদ
স্মরণে সাজিদ

সাজিদ খান বলেন, ‘ওয়াজিদ ২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিল, মা নিয়মিত ওর খেয়াল রাখত। কোনওদিন ছেলেকে কাছ ছাড়া করেনি। স্ত্রীর সিদ্ধান্ত শুনে আমি কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু ও যা করেছে তার জন্য আমি গর্বিত’। 

ওয়াজিদ খান স্ত্রী কমালরুখ খানের সঙ্গে যদিও শ্বশুরবাড়ির একেবারেই ভালো সম্পর্ক নয়। স্বামীর মৃত্যুর পর গত নভেম্বরে শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। জানান, ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সেজন্য বরাবর শ্বশুরবাড়ির তরফে চাপ দেওয়া হয়েছে। স্বামীর মৃত্যুর পরও হেনস্থা অব্যাহত আছে।

গত বছর ১লা জুন মধ্যরাতে মুম্বইয়ের সুরানা সেঠিয়া হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। সাজিদ সেই সময় জানিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওয়াজিদের। থ্রোট ইনফেকশন বা গলায় সংক্রমণে ভুগছিলেন তিনি, জানান দাদা সাজিদ খান। কিডনি প্রতিস্থাপনের পর সেই সংক্রান্ত চিকিত্সাও জারি ছিল। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.