মহেন্দ্র সিং ধোনি তথা ক্যাপ্টেন কুলের জন্মদিন আজ। ৭ জুলাই তিনি ৪৩ বছর বয়সে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এদিন সকাল সকাল স্ত্রী সাক্ষী ধোনির এবং পাপারাৎজিদের সঙ্গে কেক কাটেন থালা।
সাক্ষী ধোনি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন ধোনির বার্থডে সেলিব্রেশনের। সেখানে একটি কেক কাটতে দেখা যাচ্ছে ধোনিকে। পাশে দাঁড়িয়ে আছেন সাক্ষী। কেক কেটে স্ত্রীকে এক টুকরো খাওয়ান ক্যাপ্টেন কুল। তবে এরপরই সাক্ষী রীতিমত পায়ে হাত দিয়ে স্বামীকে প্রণাম করেন তাঁর জন্মদিনে। আর তাঁর এই আচরণ সবার নজর কেড়ে নিয়েছে। বিয়ের এতদিন পরেও তাঁদের মধ্যে এই রসায়ন সবারই খুব ভালো লেগেছে। ধোনি অনুরাগীরা রীতিমত সাক্ষীর প্রশংসায় পঞ্চমুখ একেবারে।
আরও পড়ুন: মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও দাপট কিং কোহলির! বিশ্বজয়ের পর কোন ৪ রেকর্ড গড়লেন বিরাট?
প্রসঙ্গত ধোনির ৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে ঘোষণা করা হয়েছে যে তাঁর বায়োপিক এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি আবারও বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই জুলাই মাসে। ফলে জনরা সুশান্ত সিং রাজপুত বা ধোনির ভক্ত তাঁদের কাছে এটি একটি সুখবর বটে। আবারও এই সিনেমা হলে বসে উপভোগ করা যাবে। এই ছবিতে নাম ভূমিকায় সুশান্ত সিং রাজপুত ছিলেন। অন্যান্য চরিত্রে ছিলেন দিশা পাটানি, কিয়ারা আডবানি ছিলেন।
সম্প্রতি ধোনি এবং সাক্ষীকে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতে অংশ নিতে দেখা গিয়েছে। সেখানে গিয়ে সলমন খান, রণবীর সিং, হার্দিক পান্ডিয়া প্রমুখদের সঙ্গে জমিয়ে নাচ করেন মাহি। তাঁদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।