বরাবরের মতো এবারেও ধুমধাম করে পালন হল ইদ। সলমনের বোন অর্পিতা খানের বাড়িতে আয়োজন করা হয়েছিল ইদ পার্টির। আজকাল খান পরিবারের যে কোনও পর্টি সাধারণত এখানেই হয়ে থাকে। এবারের ইদ পার্টিতে নিমন্ত্রিত তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ থেকে অনিল কাপুর, আয়ুষ্মান খুরানা থেকে হেলেন, তুষার কাপুর, কার্তিক আরিয়ান, পলক তিওয়ারি, প্রীতি জিন্টারা। তবে আলাদা করে সবার নজর কাড়লেন ধোনির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-এর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) এবং তার মেয়ে জিভা ধোনি (Ziva Dhoni)-কে পার্টিতে দেখে অবাক হয়েছেন অনেকেই। সাধারণত যে কোনও লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন ধোনির মেয়ে আর বউ। এমনকী, অর্পিতার ইদের পার্টিতেও পাপারাৎজি ক্যামেরার সামনে ফোটোর জন্য পোজ দেননি। জিভা তো ক্যামরার দিকে ঘুরেও তাকায়নি। মায়ের হাত ধরে মাথা নীচু করেই ছিল। সাক্ষী হালকা চোখ ঘুরিয়ে হাত নেড়েছে, তবে হয়তো মেয়ের অস্বস্তির কথা ভেবেই দাঁড়ায়নি।
সাক্ষী ধোনি এবং তার মেয়ের অনেক ভিডিও ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না এত্ত বড় হয়ে গিয়েছে সেই ফুটফুটে রাজকন্যাটা। যে একসময় বাবার হয়ে গলা ফাটাত গ্যালারিতে। পার্টিতে সাক্ষীর লুকও সকলের বেশ পছন্দ হয়েছে। ক্রিম রঙের লেহেঙ্গা পরে অর্পিতা খানের পার্টিতে এসেছিলেন সাক্ষী। খোলা চুল এবং খুব হালকা মেকআপেই যেন চোখ ফেরানো দায়। জিভা প্যাস্টেল ব্লু রঙের পোশাক পরে এসেছিল এদিন। তারও চুল খোলা। মায়ের মতোই দেখতে হয়েছে জিভাকে।
নেটিজেনদের একাংশের মনে ধরেছে মা-মেয়ের সারল্য। ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেযার হওয়া ভিডিয়োতে একজন মন্তব্য করেছেন, ‘একদম যেন মাটির মানুষ দুজনে। কে বলবে ধোনির মেয়ে-বউ ওরা। কোনও অহংকার নেই’। আরেকজন লিখলেন, ‘ঠিক যেন রাজকুমারী লাগছে জিভাকে। মেয়েটা এত বড় হল কবে!’ তৃতীয়জন লিখলেন, ‘কত সহজ-সরল। অথচ কত সুন্দর।’
তবে ক্যামেরার সামনে না আসায় একাংশ আবার সাক্ষীর সমালোচনা করতেও ছাড়ল না। একজন কমেন্ট করেছেন, ‘পেটের সামনে ওড়না এনে কী অদ্ভুত ভাবে হাঁটছে। প্রেগন্যান্ট নাকি সাক্ষী!’ আরেকজন লিখলেন, ‘একটু ফোটো তুললে কী হয়! তারকাদের এটুকু সহ্য তো করাই উচিত!’
২০১০ সালে বিয়ে হয় সাক্ষী আর ধোনির। এরপর বিয়ের পাঁচ বছর পর ২০১৫ সালে রাঁচিতে জন্ম হয় জিভার।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)