সালার ভার্সেস ডাঙ্কি-র খেলা এখনও জারি রয়েছে বক্স অফিসে। তবে একটাই দুঃখের বিষয় যে পাঠান আর জওয়ানের মতো সাফল্য পেল না ডাঙ্কি। রাজকুমার হিরানির ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এল। শুধু তাই নয়, হলেও কম আসছে লোক। অন্য দিকে, প্রভাসের সালার অনেকটাই এগিয়ে ডাঙ্কির থেকে। প্রশান্ত নীলের পরিচালনা হলে খারাপ লোক টানেনি। তবে সেই হিসেবেও সালারে দক্ষিণ ভারতের দর্শকই বেশি। হিন্দি ভাষায় সালার ব্যবসা করেছে ডাঙ্কির থেকেও কম।
Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে শুক্রবার মুক্তির ১৬ নম্বর দিনে ডাঙ্কি ঘরে তুলেছে মাত্র ২.২০ কোটি। অন্য দিকে, একদিন পরে মুক্তি পাওয়া সালারের ১৫ দিনের আয় ৩.৫০ কোটি।
আরও পড়ুন: ‘আরও ১০-১৫ দিন…’, ঘাড়ে টিউমার অপারেশন ‘কমলিকা’ উর্বশীর, এখন আছেন কেমন?
সালারের বক্স অফিস কালেকশন:
৯০ কোটির উপর ব্যবসা করেছিল সালার মুক্তির দিনে শুধু ভারতেই। বাহুবলী ২-এর পর এটাই ছিল প্রথম সাফল্য প্রভাসের খাতায়। তবে হিসেব বলছে, এই ৯০ কোটির মধ্যে ৬৬.৭৫ কোটি এসেছে তেলুগু ভাষা থেকে। হিন্দিতে আয় ছিল ১৫.৭৫ কোটি।
মুক্তির প্রথম সপ্তাহে সালারের আয় ছিল ৩০৮ কোটি ( তেলুগু ১৮৬.০৫ কোটি, মালয়ালাম- ৯.৬৫ কোটি, তামিল ১৫.২ কোটি, কানাড়া ৪.৬ কোটি, হিন্দিতে ৯২.৫ কোটি)। আর দ্বিতীয় সপ্তাহে সালারের আয় ভারতের বাজারে ৭০ কোটি ( তেলুগু ২৪.৪৫ কোটি, মালয়ালাম- ১.১১ কোটি, তামিল ২.৭৫ কোটি, কানাড়া ০.৫৪ কোটি, হিন্দিতে ৪১.২৫কোটি)।
অর্থাৎ ২সপ্তাহ মিলিয়ে সালারের আয় হিন্দি ভাষায় মাত্র ১৩৪ কোটির কাছাকাছি। বাহুবলী, কেজিএফ বা আরআরআর-এর মতো সিনেমার ধারেকাছেও আসতে পারেনি সালার।
ডাঙ্কির বক্স অফিস কালেকশন:
শুরু থেকেই ধীরে পথচলা শুরু করেছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিখানা। প্রথম সপ্তাহে ব্যবসা করে ১৬০ কোটি। আর দ্বিতীয় সপ্তাহে এসে আয় ৪৬.২৫ কোটি। আর সঙ্গে শুক্রবারের আয়ের হিসেব জুড়লে ১৬ দিনের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২০৮.৬৭ কোটিতে। হিসেব মতো, সলমনের শেষ রিলিজ টাইগার ৩-এর থেকেও ধীরে চলছে ডাঙ্কি। পরপর দুটো ব্লকবাস্টারের পর ফের একবার গ্রাফ নীচের দিকে শাহরুখের। এমনকী রাজু হিরানির আগের সিনেমাগুলি যেমন থ্রি ইডিয়টস, পিকে, মুন্নাভাই-এর মতো সিনেমাগুলি নিয়ে এর থেকে বেশি উচ্ছ্বাস এসেছিল দর্শকদের থেকে।