সোমবার হাসিনা বাংলাদেশের ছাড়ার পর থেকেই অশান্ত পড়শি দেশ। বহু মানুষের হত্যার খবর মিলেছে। যার মধ্যে রয়েছে ওপার বাংলার শাপলা মিডিয়া প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান আর তাঁর অভিনেতা ছেলে শান্ত খান। শ্রাবন্তীর বিক্ষোভ ছবির নায়ক ছিলেন শান্ত। শুধু তাই নয়, সদ্য কৌশানির সঙ্গে একটি ছবিতেও সদ্য কাজ করেছিলেন। সোমবার পিটিয়ে মারা হয় তাঁকে ও তাঁর বাবাকে। প্রসঙ্গত, আওয়ামী লীগের অন্যতম সক্রিয় সদস্য, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন সেলিম।
খবর, প্রযোজকের স্ত্রী, আরও এক পুত্র ও দুই কন্যা বর্তমান। মঙ্গলবার দেহ পৌঁছয় সেই বাড়িতে। আর তারপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এমনকী, খবর ছড়িয়ে পড়ে আকষ্মিক এই দুর্ঘটনা মেনে নিতে না পেরে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শান্তর মায়ের। যদিও পরে জানা যায়, এসব গুজব। পাশাপাশি দুই কবরে শেষকৃত্য সম্পন্ন হয় পিতা-পুত্রের। পরিবারের সব সদস্য রীতিমতো ভীত।
আরও পড়ুন: রয়েছে ৩টি শো, অশান্ত বাংলাদেশ যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা অদিতি মুন্সি
সোমবার চাঁদপুর সদর উপজেলার একাধিক জায়গায় আগুন ধরানো হয়। মঙ্গলবার সকালেও পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। সঙ্গে শাপলা মিডিয়ার ভবিষ্যত নিয়েও ক্রমাগত উঠছে প্রশ্ন। সেলিম ও শান্ত মারা যাওয়ার পর, কার হাতে উঠবে দায়িত্ব? আরেক ছেলে ও দুই মেয়েই কি এই কাজ করবেন? আপাতত এই নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই খান-পরিবার। সদ্যপ্রয়াত অভিনেতা শান্ত খানের তিনটি ছবি মুক্তির অপেক্ষায়। সেগুলির ভবিষ্যতও এখন অজানা।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ! ছাত্রদের শুভেচ্ছা জানালেন শাকিব খান, কোন কাজ করতে করলেন বারণ
এদিকে নিজের নায়ক-এর মৃত্যুর পর মুখ খুলেছে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এর থেকেখারাপ খবর আমার কাছে আর কিছু হতেই পারে না। একটা অল্প বয়সী ছেলে। একসঙ্গে কাজ করায় আমার সঙ্গে বেশ বন্ধুত্বও হয়ে গিয়েছিল। ওর মধ্যে কাজ করার ইচ্ছেটা ছিল। সোমবার রাতে ওই খবর পাওয়ার পর থেকেই খুব ডিস্টার্বড লাগছে। আমার ফোনেও ওর অনেক ছবি রয়েছে। আমি শোকস্তব্ধ। এভাবে মৃত্যু কারও প্রাপ্য হতে পারে না।’
আরও পড়ুন: রামকৃষ্ণ মিশন পাহারা দিচ্ছে বাংলাদেশের মুসলিমরা! পড়শিদের নিয়ে কী লিখলেন ঋদ্ধি-পরমব্রত-স্বস্তিকারা
সঙ্গে কৌশানী জানান, তাঁর আর শান্ত খানের শ্যুট করা ছবিটা জলদিই মুক্তির কথা ছিল। শ্যুটিং আর ডাবিং দুটোই শেষ হয়ে গিয়েছিল। এমনকী, প্রোমোশনে বাংলাদেশ যাওয়ার ব্যাপারে মনস্থিরও করে ফেলেছিলেন। ছবির ভবিষ্যত কী হবে, তা এখন তাঁরও অজানা। তবে বাংলাদেশের অশান্ত অবস্থা দ্রুত ঠিক হয়ে যাক, এই কামনা করছেন তিনি।