সম্প্রতি ৪৪ বছরে পা দিলেন সলমন খানের বিশেষ বান্ধবী তথা রোমানিয়ান গায়িকা লুলিয়া ভন্তুর। কানাঘুষোয় শোনা যাচ্ছে সলমন এবং লুলিয়া নাকি প্রেম করছেন। এবার দেখা গেল তাঁর জন্মদিনে গোটা খান পরিবার একত্রিত হয়েছিল। তবে কি ৫৮ বছরে এসে সলমন খান সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? ভাইরাল ছবি সেটাই ইঙ্গিত করছে।
আরও পড়ুন: ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছেন দেবযানী! ১২ বছর পর বিচ্ছেদের পথে তারকা দম্পতি?
লুলিয়া ভন্তুরের জন্মদিনে গোটা খান পরিবার
লুলিয়ার জন্মদিন উপলক্ষ্যে যে ছবি ভাইরাল হয়েছে সেখানে মাঝখানে সলমন খানকে বসে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও ছবিতে আছেন অভিনেতার ২ বোন অর্পিতা শর্মা খান, আলভিরা অগ্নিহোত্রী, এবং তাঁদের স্বামীরা আয়ুষ শর্মা, অতুল অগ্নিহোত্রী। এছাড়াও রয়েছেন আরবাজ খানের ছেলে আরহান খান এবং সোহেল খানের ছেলে নির্বাণ খান।
অতুল অগ্নিহোত্রী এদিন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি পুরোনো এই ছবিটি দিয়েই লুলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত সুলতান ছবির জগ ঘুমেয়া, রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই ছবির সিটি মার, ইত্যাদি গানে সলমন খান এবং লুলিয়া ভন্তুর একসঙ্গে কাজ করেছেন। কানাঘুষোয় শোনা যায় তাঁদের প্রেম নাকি জমে ক্ষীর। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর দেননি দুজনের কেউই।
সলমনের আগামী কাজ
সলমন খানকে আগামীতে কিক ২ ছবিতে দেখা যাবে। সাজিদ নাদিয়াওয়ালার এই ছবিতে তাঁকে আবার ডেভিল ওরফে দেবী লাল প্রসাদের চরিত্রে দেখা যাবে। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
এছাড়াও এ আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত সিকান্দর ছবিতে দেখা যাবে সলমনকে। আগামী বছরের ইদে মুক্তি পাবে ছবিটি।