বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-Rakhi Sawant: ‘তোর ভাই সলমনকে মুম্বইতেই মারব’, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি মেইল পেলেল রাখি

Salman Khan-Rakhi Sawant: ‘তোর ভাই সলমনকে মুম্বইতেই মারব’, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি মেইল পেলেল রাখি

সলমনকে খুন করার হুমকি মেইল এবার গেল রাখি সাওয়ান্তের কাছে। 

মাসকয়েক ধরে সলমন খানের বিরুদ্ধে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে লরেন্স বিষ্ণোই-এর গ্যাং। দিনকয়েক আগেই মুম্বই পুলিশের কাছে এসেছিল একটি হুমকি ফোন। যাতে বলা হয়, ৩০ এপ্রিল খুন করা হবে ভাইজানকে। 

ইদেই আসছে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। আপাতত ছবির প্রচারে ব্যস্ত সলমন খান। তবে স্বস্তি নেই অভিনেতা ও তাঁর পরিবারের। ফের একবার মৃত্যু হুমকি এল মেইলে।

সুপারস্টার এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এবং গোল্ডি ব্রারের রাডারে রয়েছেন। এর আগে একাধিক রিপোর্টে এমনও দাবি করা হয়েছিল যে, গ্যাংস্টার এবং তার দোসররা দাবাং খানকে এর আগে খুনের চেষ্টাও করেন তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। 

বুধবার সলমন খান (Salman Khan) একটি ইমেলের মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে আরও একটি মৃত্যুর হুমকি পেয়েছেন। টিভি অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant), যিনি নিজেকে ‘ভাইয়ের ভক্ত’ হিসেবে ঘোষণা করে থাকেন, তাঁর কাছেও গিয়েছে ইমেল। যেখানে প্রাক্তন বিগ বস প্রতিযোগীকে বিষয়টি থেকে দূরে থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, অভিনেত্রী ‘রাধে’ অভিনেতার পক্ষ থেকে গ্যাংস্টারদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে যাওয়ার কয়েক ঘন্টা পরে এই হুমকি আসে।

রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘মেরে ভাই সলমনের উপর খারাপ নজর দিও না। আমি বলছি সলমন খান খুব ভালো মানুষ। গরীবকে সাহায্য করে… একজন কিংবদন্তি… সলমন ভাইয়ের জন্য প্রার্থনা করো… উনি মানুষের জন্য কত কী করেন… আমি চাই সলমন ভাইয়ের শত্রুদের চোখ খারাপ হয়ে যাক… স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক… আমি আল্লার কাছে প্রার্থনা করব যাতে কেউ আমার সলমন ভাইয়ের জন্য খারাপ না ভাবে।’

রাখি পাপারাৎজিদের সামনে এসে তাঁর কাছে আসা মেইলটি পড়ে শোনান, ‘‘মেইলে লেখা আছে-- ‘রাখি তোর সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। তুই সলমনের বিষয়ে ঢুকিস না। নয়তো তোর অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর তোর সলমন ভাইকে আমরা মুম্বইতেই মারব। ও যতই নিরাপত্তা বাড়িয়ে নিক না কেন’!’’

গত মাসে জেল থেকে লরেন্স বিষ্ণোই সাক্ষাৎকার দিয়ে জানান, ক্ষমা চাইতে হবে সলমনকে। কৃষ্ণসার হরিণ হত্যার জন্য তাঁদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। তবেই তাঁরা বন্ধ করবেন ভাইজানকে খুনের ছক। তারপর আরও বাড়িয়ে দেওয়া হয় এই অভিনেতার নিরাপত্তা। বর্তমানে সলমনকে Y ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে থাকে মহারাষ্ট্র সরকার। নিজে একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন। 

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সলমন খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। 


(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন