'ম্যায়নে প্যায়ার কিয়া', 'হাম আপকে হ্যায় কৌন..!', এবং 'প্রেম রতন ধন পায়ো'- এর মতো ব্লকবাস্টার সব ছবির পর, চলচ্চিত্র নির্মাতা সুরাজ বার্জাতিয়া তাঁর পরবর্তী ছবিতেও সলমন খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
বলিউড হাঙ্গামার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সলমন এবং সূরজ অবশেষে তাঁদের আসন্ন সিনেমার স্ক্রিপ্ট লক করেছেন, কিন্তু ছবির নাম কী হবে তা এখনও চূড়ান্ত করেননি।
আরও পড়ুন: 'টাইপ কাস্ট না হতে হয়…' টুয়েলভথ ফেলের সাফল্যেও চিন্তিত মেধা শঙ্কর
গুঞ্জন শোনা গিয়েছিল যে সুরাজ বার্জাতিয়া নাকি সলমন খানের সঙ্গে 'প্রেম কি শাদি' নামে একটি ছবিতে কাজ করছেন। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে যে, তিনি সলমন খানের সঙ্গেই তাঁর নতুন ছবি করছেন কিন্তু সেটা 'প্রেম কি শাদি' নয়। সম্পূর্ণ ভিন্ন একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন। আরও জানা গিয়েছে যে নয় বছর ধরে, সুরাজ এবং সলমন একটি স্ক্রিপ্ট খুঁজছিলেন যাতে 'প্রেম রতন ধন পায়ো'-এর পরে তাঁরা আবার একসঙ্গে কাজ করার জন্য এক হতে পারেন। আর খুশির বিষয় হল তাঁরা এখন সেরকমই একটি কাজ পেয়েছেন যা তাঁদের দুজনেরই পছন্দ হয়েছে, আগের নানা সমস্যা পেরিয়ে তাঁরা দুজনই স্ক্রিপ্টটি পছন্দ করেছেন। কারণ এর আগে কোনও চিত্রনাট্য হয়তো সলমনের পছন্দ হচ্ছিল সেটা সূরজের পছন্দ হচ্ছিল না, আবার কোনওটা হয়তো সুরাজের পছন্দ হচ্ছে তো সলমনের পছন্দ হচ্ছিল না।
আরও পড়ুন: 'আমার জন্য কাজ করবে…' করণের সঙ্গে দ্বন্দের পর নিখিলের দিকে ভরসার হাত বাড়ান সলমন
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে তাঁরা আগে যা করেছেন একসঙ্গে তার থেকে একেবারে ভিন্ন হবে এই ছবি। আগামী বছরের শুরুতে শ্যুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজের সূত্রে, সলমন বর্তমানে নাদিয়াদওয়ালা নাতি দ্বারা প্রযোজিত এআর মুরুগাদোসের 'সিকান্দার' নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে সলমনের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রশ্মিকা মান্দানা ও সত্যরাজ। ছবিটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি।
এর পাশাপাশি সলমনকে পরিচালক বিষ্ণুবর্ধনের আসন্ন ছবি 'দ্য বুল'- এ দেখা যাবে। বলিউড কিং খান শাহরুখ খানের সঙ্গে 'টাইগার বনাম 'পাঠান'ও রয়েছে তাঁর পাইপলাইনে। তাছাড়াও 'কিক ২'- এর জন্য তিনি সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে আবার জুটি বাঁধবেন।