অবশেষে গুজবই হল সত্যি! সলমান খান আনুষ্ঠানিকভাবে 'দাবাং'থেকে প্রিয় কপ চুলবুল পান্ডে হিসাবে রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'-এ চলে গিয়েছেন। 'সিংঘম এগেন' -এর প্রথম দিকের স্ক্রিনিং দেখতে যখন ভক্তরা থিয়েটারে ভিড় জমায়, তখন সলমান পর্দায় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি অসাধারণ ক্যামিওতে মূল ভূমিকায় থাকা অজয় দেবগনের সঙ্গে চুলবুলের একটি দৃশ্য দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে, সুপারস্টারকে একেবারে নতুন লুকে দেখা যায়। অন্য তিনটি 'দাবাং' ছবিতে তার ট্রেডমার্ক গোঁফের চেহারা থেকে সম্পূর্ণ ভিন্ন।
আরও পড়ুন: (পান লাড্ডু, টি কাপকেক: দোকান দিয়ে কিনে নয়, ভাইফোঁটায় বাড়িতেই বানান এই রকমারি মিষ্টি)
আর ভাইজানকে এক ঝলক দেখতে পেয়েই সেই ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন ভক্তরা। ভিডিয়োতে দেখায় যে সলমান তাঁর পুলিশ ইউনিফর্মে নিজের সানগ্লাস জামার কলারে ঝুলিয়ে রেখেছেন এবং বলছেন,‘আব আয়েগা মজা'। আর ক্ষণিকের মধ্যে ভক্তদের চিৎকার ও উল্লাস করতে শোনা যায়। এইভাবে ভবিষ্যতের সিনেমায় খ্যাতিমান পুলিশ চরিত্রে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখানো হয়েছে, কারণ শেষে লেখা হয়, ‘মিশন চুলবুল সিংঘম...শীঘ্রই আসছে’।
একজন ভক্ত বলেছেন,‘পরবর্তী সিনেমা যদি সিংঘম আর চুলবুল একসঙ্গে হয় তাহলে তো দারুণ ব্যাপার..’ আরেকজন বললেন,‘মিশন চুলবুল পান্ডে শীঘ্রই আসছে!’ এখনও অন্য একজন বলেছেন, ‘#সলমান খান চুলবুল পান্ডে হিসাবে থিয়েটারে এসেছেন তখন আগুন তো বাড়বেই...!’
আরও পড়ুন: (‘আবার নাচে ফিরবেন বাবা...’ গুলি লাগার পর কেমন আছেন গোবিন্দা? কী জালালেন ওঁর ছেলে?)
রোহিত শেঠি পরিচালিত, 'সিংঘম এগেন' বক্স অফিসে ইতিমধ্যেই ভালো সাড়া ফেলেছে। ছবিতে রয়েছেন করিনা কাপুর খান,রণবীর সিং,দীপিকা পাড়ুকোন,টাইগার শ্রফ,জ্যাকি শ্রফ,অক্ষয় কুমার এবং অর্জুন কাপুর। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ১ নভেম্ব অর্থাৎ শুক্রবার প্রথম দিনে ঘরোয়া বক্স অফিসে ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং-এর মাধ্যমে ৩৫ কোটি টাকা আয় করে ফেলেছে সিংঘম এগেন। অন্যদিকে এই একই দিনে দেশিয় বক্স অফিসে ২৫ কোটি টাকা আয় করেছে 'ভুল ভুলাইয়া ৩ '। যদিও কার্তিক আরিয়ান অভিনীত এই ছবির অগ্রিম বুকিং কিছুটা আগেই শুরু হয়েছে। তবে পিভিআর আইনক্স এবং সিনেপোলিসের মতো মাল্টিপ্লেক্স চেনে বুধবার সকাল থেকেই দুই ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়।