বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-Juhi Chawla: 'জুহিকে আমায় দিন', বিয়ের প্রস্তাব নিয়ে নায়িকার বাবার কাছে যান সলমন, উত্তর আসে…

Salman Khan-Juhi Chawla: 'জুহিকে আমায় দিন', বিয়ের প্রস্তাব নিয়ে নায়িকার বাবার কাছে যান সলমন, উত্তর আসে…

সলমন খান-জুহি চাওলা

সলমন বলেন, ‘জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!’ যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সল্লুকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, ভেবেছিলেন হয়ত মানাবে না।’

বহুবার প্রেমে পড়েছেন। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে হতে হতেও ভেঙে গিয়েছে। ঐশ্বর্যকে 'পাগলের মতো ভালোবেসে'ও সেই প্রেম পরিণতি পায়নি। অগত্যা ৫৭ বছর বয়সে এসেও শেষপর্যন্ত বিয়ে হয়নি সলমনের। অনেকেই হয়ত সলমনের একাধিক প্রেমিকার নাম জানেন, তবে এটা কি জানেন সল্লু মিঞাঁ একদিন জুহি চাওলাকেও বিয়ে করতে চেয়েছিলেন!

হ্যাঁ, শুধু জুহির প্রেমে পড়াই নয়, খোদ নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়েও হাজির হয়েছিলেন সলমন। কিন্তু বেচারা সলমন! প্রত্যাখিত হয়ে, হতাশ হয়েই সেসময় ফিরতে হয়েছিল তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা পুরনো একটি সাক্ষাৎকারে সলমনকে সেকথা নিজের মুখেই বলতে শোনা যাচ্ছে। ভিডিয়োতে সলমনকে জিন্স ও প্রিন্টেড শার্টে দেখা যাচ্ছে, তিনি মাথায় পরেছেন একটি টুপি। সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘জুহি খুব মিষ্টি। আদুরে মেয়ে। আমি তো ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন কিনা!’ যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি তখন সল্লুকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেছেন? তিনি কী বলেছেন?’ সালমান ভ্রু কুঁচকে বললেন, ‘না, ভেবেছিলেন হয়ত মানাবে না।’ সলমন খানের এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে পুরনো এই ভিডিয়োটি শেয়ার করেন।

ভিডিয়োর নিচে কমেন্টে একজন লিখেছেন, ‘হার্টব্রেক মোমেন্ট’, আরও একজন লেখেন, ‘..এবং এরপর তিনি কাউকে বিয়ে করেননি। একেবারে বাধ্য সন্তান।’ প্রসঙ্গত, জুহি ও সলমন শুধুমাত্র অনিল কাপুর এবং গোবিন্দের সঙ্গে কমেডি ছবি ‘দিওয়ানা মাস্তানা’ (১৯৯৭)-তে একসঙ্গে অভিনয় করেছিলেন, আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। জুহি ১৯৯৫ সালে ব্যবসায়ী জে মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাঁদের দুই সন্তান রয়েছে এক মেয়ে জাহ্নবী ও ছেলে অর্জুন।

সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সলমনকে। খুব শীঘ্রই 'কিসি কা ভাই কিসি কি জান'-এ দেখা যাবে সল্লুকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে টাইগার-থ্রি।

 

বন্ধ করুন