১লা মার্চ থিয়েটারে মুক্তি পেল ‘লাপাতা লেডিজ’। মজার ছলে বউ হারিয়ে যাওয়ার কাহানি বলেছেন পরিচালক কিরণ রাও। আমিরের প্রযোজনাতেই তৈরি এই ছবি। মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ‘লাপাতা লেডিজ’-এর বিশেষ স্ক্রিনিংয়ে চাঁদের হাট। আমির খান এবং কিরণ রাওয়ের ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন কাস্ট এবং ক্রুরা এবং বলিউডের একাধিক সেলেব।
কিরণের ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন সলমন খানও। এ দিন নিজের মৃত পোষ্য সারমেয়দের শ্রদ্ধা জানিয়ে একটি শার্ট পরেছিলেন সলমন। চেক-শার্টের পিছনে অভিনেতার ছবির সঙ্গে দুই মৃত পোষ্যের ছবি প্রিন্ট করা। আমির খানকে জড়িয়ে ধরার সময়ই সলমনের শার্টের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা তাঁর চারপেয়ে সারমেয়দের ‘নিজের জীবন’ এবং ‘নিজের সন্তান’ বলে সম্বোধন করেন। দুজনই ২০০৯ সালে মারা যায়। নেটিজেনরা সলমনের ভিডিয়ো দেখে ভালোবাসা জানিয়েছেন। আরও পড়ুন: ‘হানিমুন’ নিয়ে কৌতুক! লাইভ শোয়ে উপস্থাপককে ঠাসিয়ে চড় মারলেন পাকিস্তানি গায়িকা
‘লাপাতা লেডিজ’-এর মুখ্য তিন চরিত্রে রয়েছে নতুন মুখ। নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না এবং স্পর্শ শ্রীবাস্তবকে দেখা যাবে বউ হারানোর এই কাহানিতে। অন্যদিকে মজাদার পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন ভোজপুরী সুপারস্টার রবি কিষাণ।
২০১১ সালে 'ধোবি ঘাট' সিনেমা দিয়ে প্রথম এককভাবে পরিচালনায় আসেন কিরণ। এর আগে ২০০১ সালে আমির খান অভিনীত 'লগন' সিনেমার সহ পরিচালক ছিলেন তিনি। মাঝেও কিছু কাজ করেছেন। ‘লাপাতা লেডিস’ যৌথভাবে প্রযোজনা করেছেন আমির খান, কিরণ রাও এবং জিও স্টুডিওজ। সংলাপ লিখেছেন স্নেহা দেশাইয়ের এবং গল্প বিপ্লব গোস্বামী।
ট্রেনের মধ্যে বিয়ের কনে অদলবদল হওয়ার গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা। হারানো স্ত্রীদের খুঁজে পেতে মরিয়া স্বামীরা ধর্না দেন পুলিশের কাছে। হারিয়ে যাওয়া কোনো ব্যক্তির সন্ধানে তার ছবি লাগবেই। পুলিশ ছবি চাইলে একজন জানান, তার বিয়ের ছবি তোলা হয়নি। আর দ্বিতীয়জন পুলিশ কর্মকর্তার কাছে যে ছবিটি দেন, তাতে দেখা যায় তার স্ত্রী মুখ ঢাকা বিশাল ঘোমটায়। এরপরও তাদের সন্ধানে নামে পুলিশ।
এ দিনের স্ক্রিনিংয়ের হোস্ট কিরণ রাও উজ্জ্বল হলুদ রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন। আমিরের মেয়ে আইরা খানও তার স্বামী নূপুর শিখরের সঙ্গে স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন। ছবিটির স্ক্রিনিংয়ে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন, যেমন করণ জোহর, কঙ্কনা সেন শর্মা, অমল পরাশর, আলি ফজল, রাধিকা আপ্তে, বিধু বিনোদ চোপড়া এবং সায়নি গুপ্তারা।