শুক্রবারে ভাইজানের ডবল ধামাকা। সুপারস্টার সলমন খানের বিগ বসের নতুন সিজন ঘিরে উত্তেজনা তুঙ্গে, ২ দিন পরেই শুরু হবে বিগ বস। নতুন প্রোমো প্রকাশের দিনই ২০১৪-র ব্লকবাস্টার ছবি কিকের সিকুয়েলের কাজ শুরু করে দিলেন সলমন। না, ছবির শ্যুটিং নয় ছবির প্রোমোশন্যাল ফটোশ্যুট সারলেন ভাইজান। আরও পড়ুন-‘মেয়ের বয়সী’ অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে বিরক্ত অর্ক, দুজনের বয়সের ফারাক জানেন?
চলচ্চিত্র নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা শুক্রবার তাদের ২০১৪ সালের ব্লকবাস্টার সিনেমা কিকের সিক্যুয়ালের ঘোষণা সারলেন। জুটির পরবর্তী ছবি সিকান্দার-এর শ্যুটিং প্রায় শেষ। এআর মুরুগাদোস পরিচালিত এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবি সিকান্দর মুক্তির আগেই সামনে এল সুখবর।
ফিরছে ডেভিল
এদিন প্রযোজকের তরফে ফটোশ্যুট শেষ হওয়ার পরবর্তী একটি ঝলক শেয়ার করা হয়। সেখানে বাহুবলী অবতারে লেন্সবন্দি সলমন। ক্যামেরার দিকে পিঠ করে দাঁড়িয়ে তারকা। তাঁর সুঠাম দেহ থেকে বোঝা দায়, আর বছর খানেকের মধ্যেই সিনিয়র সিটিজেন হয়ে যাবেন সলমন খান! সাদা কালো ছবিতে সলমনের বাইসেপ সুস্পষ্ট। ক্যাপশনে লেখা, ‘কিক ২-এর ফটোশ্যুট সারল সিকন্দার…’।
কিক ছবির সঙ্গেই পরিচালক হিসাবে হাতেখড়ি হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার। ভাইজানের প্রথম চলচ্চিত্র যা ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল এই ছবি।
জ্যাকলিন ফার্নান্দেজ, রণদীপ হুদা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত চলচ্চিত্রটি তেলুগু তারকা রবি তেজার কিক (২০০৯) ছবির অফিসিয়্যাল রিমেক।
আরও পড়ুন-কে বলবে দুই বাচ্চার মা! পুলের ধারে মনোকিনিতে শুভশ্রী,ছেলের সঙ্গে ব্যস্ত জলকেলিতে
সলমনের আগামী রিলিজ সিকান্দার
২০২৫ সালের ইদে মুক্তি পাবে ভাইজানের সিকান্দার। ছবিতে রশ্মিকা মান্দানা, সত্যরাজ, প্রতীক বব্বর এবং কাজল আগরওয়ালকেও দেখা যাবে। এই প্রথমবার পর্দায় অ্যানিম্যাল খ্যাত নায়িকা রশ্মিকার সঙ্গে রোম্য়ান্স করবেন সলমন। দুজনের বয়সের ফারাক নিয়ে চর্চার শেষ নেই। যদিও সলমন এর আগে বহুবার ‘মেয়ের বয়সী’ নায়িকাদের সঙ্গে রুপোলি পর্দায় রোম্যান্স করেছেন। ।
কিক ২-তে সলমনের জোড়িদার কে হবেন তা এখনও স্পষ্ট নয়। জ্যাকলিন কি ফিরবেন? রণদীপ হুডা থাকছেন? সেই সব প্রশ্নের জবাবের অপেক্ষা।