২০২৪ সালে আরহান নিজস্ব একটি পডকাস্ট শুরু করেছিলেন। কয়েকটি এপিসোড চলার পর সেটি বন্ধ হয়ে যায়। তবে এবার কাকা সলমনকে অতিথি শিল্পী হিসেবে নিয়ে আসার মাধ্যমে তিনি শুরু করেছেন দ্বিতীয় সিজন। তবে প্রথমেই কাকার থেকে বকা খেতে হলেও আরহানকে।
আরহান খানের ‘ডাম্ব বিরিয়ানি’ শোয়ে সলমন খান এসে প্রথমেই আরহান এবং তাঁর বন্ধুকে হিন্দি বলার জন্য বকাঝকা করেন। আরহানের বন্ধুর মুখে হিন্দি ভালো নয়, শুনে আরও রেগে যান ভাইজান। হিন্দি না জানার জন্য লজ্জা হওয়া উচিত,বলে ভাইপোকে তিরস্কার করেন ভাইজান। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য রাখেন সলমন।
আরও পড়ুন: মায়ের সঙ্গে মহাকুম্ভে বিজয় দেবেরাকোন্ডার, পুণ্যস্নান সারলেন ত্রিবেণী সঙ্গমে
আরও পড়ুন: ফের জলসার পর্দায় রুশা! বিয়ের পর আমেরিকায় সংসার, কাঁড়ি কাঁড়ি রোজগার স্বামীর, কী করেন তিনি?
সোশ্যাল মিডিয়া আপনার সাথে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন কেউ জানতো না কে কোথায় যাচ্ছে। এখন ফোন হাতে নিলেই বোঝা যায় কে কার সঙ্গে দেখা করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে সবকিছু। এতে জীবন আরও বেশি জটিল হয়ে যায়।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া আসলে একটা বড় ধরনের বস্তি। মনের বস্তি। যাকে আমরা পছন্দ করি না তাকেও আমরা ফলো করে রাখি শুধু সে কি করছে সেটা দেখার জন্য। সোশ্যাল মিডিয়া ছাড়া সত্যিই জীবন অনেক বেশি সহজ ছিল।
আরও পড়ুন: বিনা অনুমতিতেই রাস্তার পাশে গিটার বাজিয়ে গান! এড শিরানকে না চিনেই কী ঘটাল চেন্নাই পুলিশ?
আরও পড়ুন: ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে মধুমিতার! প্রাক্তন স্ত্রীর নতুন শুরু, কী বললেন সৌরভ
সলমন আরও বলেন, বর্তমানে বাঁচার চেষ্টা করুন। অতীত থেকে শিখুন, বর্তমানে বাঁচুন এবং ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন। অতিরিক্ত চিন্তা বহন করার কোনও প্রয়োজন নেই। নিজেকে তৈরি করতে হলে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। শরীর এবং মন যখন ‘না’ বলে দেবে, তখনও আপনাকে লড়াই করে যেতে হবে।
অভিনেতা বলেন, জীবনে যদি সফল হতে হয় তাহলে শুধুমাত্র কঠোর পরিশ্রম করতেই হবে। সফলতার কোনও শর্টকাট হয় না। নতুন প্রজন্মের অভিনেতাদের দেখে শিখতে হবে কতটা তোমার মধ্যে উন্নতি আনা সম্ভব। কতটা পরিশ্রম করলে তুমি তাদের মতো হতে পারবে। তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তুমি।
২০২৫ সালের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’। এই সিনেমায় ভাইজানের বিপরীতে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়াল। পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন শরমন যোশী।