সুপারস্টার সলমন খান অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যে আলাদা মাত্রা যোগ করেছিলেন, তা বলাই বাহুল্য। তিনি নবদম্পতিকে স্পেশাল ফিল করাতে নানা কাজ করেছেন, এমন কী তাঁদের অনন্তের বরযাত্রীদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল তারকাকে। সেখানে তিনি এবং শাহরুখ মিলে আসর জমিয়ে দিয়েছিলেন।
এবার তিনি অনন্ত এবং রাধিকার প্রীতিভোজের অনুষ্ঠানের পর সোমবার নবদম্পতির উদ্দেশ্যে একটি বিশেষ পোস্টও করেন। সেখানে নায়ক তাঁদের 'সবচেয়ে ভালো বাবা-মা' বলে সম্বোধন করে, তাঁদের সঙ্গে নাচের ইচ্ছা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার রিসেপশনে ভেন্যুর অন্দরের রাজকীয় সাজ চোখ ধাঁধিয়ে দেবে, দেখুন ছবিতে
সলমন লেখেন, 'অনন্ত এবং রাধিকা, মিস্টার এবং মিসেস অনন্ত আম্বানি, আমি তোমাদের একে অপরের প্রতি এবং একে অপরের পরিবারের প্রতি যে ভালবাসা রয়েছে তা দেখতে পাই। মহাবিশ্ব তোমাদের এক করেছে। প্রার্থনা করি তোমরা সুখে থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন! আর তোমাদের সঙ্গে তখন নাচের অপেক্ষায় রইলাম, যখন তোমরা সবচেয়ে ভালো বাবা-মা হয়ে উঠবে।' তিনি অনন্ত এবং রাধিকার বিয়ের একটি ছবি পোস্ট করে এটি ক্যাপশনে লেখেন।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি, এবং শিল্পপতি মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট ১২ জুলাই দেশবিদেশের সেলিব্রিটি এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রাধিকা এবং অনন্তের বিয়ের অনুষ্ঠানটি উদযাপিত হয়।
আরও পড়ুন: সন্তান-নাতি-নাতনিদের নাম এর আগে লেখেন হাতে, এবার নীতা আম্বানির শরীরের কোথায় তারা
১৩ জুলাই, নবদম্পতির জন্য একটি বিশেষ আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এসেছিলেন৷
তাছাড়া দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোতির্মথের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ-সহ অনেক সম্মানীয় অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাছাড়া আম্বানিরা ১৪ জুলাই একটি প্রীতিভোজের আয়োজন করেছিলেন। তাঁরা সেই অনুষ্ঠানের নাম দেন 'মঙ্গল উৎসব'। সেখানে সানি দেওল, ববি দেওল, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, মোনালী ঠাকুর, শান, জ্যাকি ভগনানি, রকুল প্রীত, ভূমি, আয়ুষ্মান খুরানা, রাজ কুমার রাও উপস্থিত হন। তাছাড়াও টলিউডের যশ-নুসরত, রুক্মিণী মৈত্র, শাশ্বত চট্টপাধ্যায়, রাইমা সেন, রিয়া সেন, সুস্মিতা চট্টোপাধ্যায়কেও দেখা গিয়েছিল অনন্ত-রাধিকার মঙ্গল উৎসবে।
প্রসঙ্গত, এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন। তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়েছিল।