আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সলমন খান অভিনীত ‘সিকান্দার’। সিনেমা মুক্তির আগের ব্যস্ততার কারণে এবারের হোলিতে আলাদা করে ছুটি নেননি অভিনেতা। ছবির সেটেই সহ অভিনেত্রীদের সঙ্গে নিজেকে রাঙিয়েছিলেন তিনি।
শুক্রবার অভিনেত্রী আদিবা হুসেন ইনস্টাগ্রামে সলমন খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে ভাইজানকে দুই ছোট ছোট অভিনেত্রীর সঙ্গে রঙ খেলতে দেখা যায়। আদিবা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি কালো রঙের গেঞ্জি পরে সেলফি তুলছেন ভাইজান। মুখে সবুজ রঙের আবির মেখে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ইরফানের বিবাহবার্ষিকীতে আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছিলেন গৌরীও? ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: বাবা ডাকতেন ‘আলু’ বলে, আলিয়ার জন্মদিনে তাঁকে চিনুন নতুন করে…
দ্বিতীয় ছবিটি বেশ খানিকটা দূর থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে, আদিবা একটি ক্রিসক্রস ছাপা ড্রেস পরে রয়েছেন। সলমন পড়ে রয়েছেন একটি ধূসর রঙের জিন্স এবং কালো রঙের হাত কাটা গেঞ্জি। ছবিতে আরও একটি মিষ্টি মেয়েকে দেখা যাচ্ছে, যার পরনে রয়েছে একটি গোলাপ রঙের ফ্রক।
ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা সলমনকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনাকে বেশ সুন্দর লাগছে।’ অন্যজন লিখেছেন, ‘সুদর্শন হাঙ্ক সলমন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘সব থেকে সুন্দর হোলি।’ চতুর্থ জন লিখেছেন, ‘চমৎকার ছবি’।
আরও পড়ুন: ছবি পোস্ট করে সুজানকে শুভেচ্ছা হৃতিকের, ‘ডিভোর্স দিলেন কেন?’ প্রশ্ন ভক্তদের
আরও পড়ুন: ছাড়তে চেয়েছিলেন অভিনয়, বাবার কোন কথা ম্যাজিকের মতো করেছিল কাজ?
প্রসঙ্গত, ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত ১১ মার্চ মুক্তি পেয়েছে সিনেমার অন্যতম ‘গান বম বম ভোলে’। গানটি হোলির প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল, ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন গানটি। এই গানের দৃশ্যে একদিকে যেমন সলমনের এন্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের তেমন অন্যদিকে কিছু মানুষ ভাইজানের নাচ নিয়ে সমালোচনা করেছেন।
উল্লেখ্য, এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ হতে চলেছে একটি অ্যাকশন ড্রামা সিনেমা। এই সিনেমায় সলমন খানের সঙ্গে অভিনয় করবেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর, শরমন জোশি এবং সত্যরাজ।