বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে অর্পিতা খানের জন্মদিন উদযাপন করা খান পরিবারের জন্য একটি মজাদার এবং উল্লাসের সন্ধ্যা ছিল। তাকে একটি বিশাল কেক কাটতে দেখা গিয়েছে, যখন স্বামী আয়ুষ শর্মা তাঁদের ছেলে আয়াতকে কোলে নিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। সলমন খান এবং সোহেল খানও উদযাপনে উপস্থিত ছিলেন, যা অভিনেতা রীতেশ দেশমুখ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
সলমনের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অর্পিতা,
ভিডিয়োটি শেয়ার করে রীতেশ লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয়তম প্রিয়তম@arpitakhansharma আমরা তোমাকে ভালোবাসি!! সামনের বছরটা দারুণ কাটুক!! ভিডিয়োতে অর্পিতাকে একটি বিশাল সাদা কেক কাটতে দেখা গিয়েছে। তাঁকে ঘিরে ছিল তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। আয়ুষ আয়াতকে কোলে তুলে নিয়ে হাসছিলেন। তাঁর ডান পাশে কালো টি-শার্ট পরিহিত সলমনকে বাকি সকলের সঙ্গে হ্যাপি বার্থডে গাইতে দেখা গিয়েছে। অর্পিতার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সোহেলকে।
অর্পিতা কেক কেটে আয়ুষ, সলমন ও সোহেলকে খাওয়ান। এর মধ্যে সলমনকে তাঁর প্রিয় ভাগ্নি আয়াতের সঙ্গে গল্পও করতে দেখা গিয়েছে, যিনি মজার মজার মুখ তৈরি করছিলেন ভাগ্নির মনোরঞ্জনের জন্য।
সলমন খানকে সর্বশেষ ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার থ্রি' সিনেমায় দেখা গিয়েছে। আগের দুটি কিস্তি - এক থা টাইগার এবং টাইগার জিন্দা হ্যায় - এর মতোই সিনেমাটিতেও র এজেন্ট টাইগার (সলমন) এবং আইএসআই এজেন্ট জোয়া (ক্যাটরিনা)-র নতুন মিশনকে নিয়ে ছিল।
বর্তমানে তিনি তার ইদের বিশেষ ছবির শুটিং করছেন, যা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, 'সিকন্দর'। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে সলমনকে, এতে আরও অভিনয় করবেন রশ্মিকা মন্দনা। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন'-এর ব্যানারে।