২০২৪ সালের ঈদে সলমন খানের কোনও ছবির দেখা মেলেনি। ফলে বেশ খানিকটা হতাশ ভাইজানের অনুরাগীরা। তবে ভক্তদের সেই হতাশা বেশিদিন স্থায়ী হতে দেননি ভাইজান নিজেই। বেশ কয়েকদিন আগেই ঘোষণা করেন, আগামী বছর ঈদে মুক্তি পাবে তাঁর নতুন ছবি সিকান্দর।
আগামী সপ্তাহে তাঁর সিনেমা ' সিকান্দর' - এর শ্যুটিং শুরু করতে চলেছেন সল্লু ভাই। পরিচালক এ আর মুরুগাদোস ও ক্যামেরা চালু করার জন্য প্রস্তুত। ছবিটিকে ঘিরে উত্তেজনার শেষ নেই। এরই মধ্যে গুজব ছড়িয়েছে যে সলমন খান হলিউড অভিনেতা টম ক্রুজের ' মিশন ইম্পসিবল ' ফ্র্যাঞ্চাইজির দলের সঙ্গে সহযোগিতা করছেন।
আরও পড়ুন: (‘ঘুম ভাঙিয়ে দিয়েছিল বাড়িতে চলা গুলির শব্দ’, পুলিশের কাছে দেওয়া বয়ানে আর কী কী জানালেন সলমন)
যদিও কোনও নিশ্চিত রিপোর্ট মেলেনি, তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 'এমআই' টিম যেটি 'সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় স্টান্ট' তৈরি করেছে, সেই টিম 'মিশন: ইম্পসিবল - ডেড রেকনিং পার্ট ওয়ান'-এ ক্রুজের এপিক জাম্প সিকোয়েন্স 'সিকান্দার'-এর জন্য একটি বড় অ্যাকশন দৃশ্য ডিজাইন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টের আরও জানা গিয়েছে যে দলটি তাঁদের প্রথম শ্যুটিং খুব শীঘ্রই শুরু করবে। সলমন একটি বিমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফুট উপরে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করবেন।
আরও পড়ুন: (মুসলিম জাহিরকে বিয়ে করায় বিতর্কে সোনাক্ষি! ফাঁস হল হবু বর-কনের অডিয়ো ইনভাইট)
এআর মুরুগাদোস পরিচালিত এই ছবিটির প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা। সলমন খানের বিপরীতে এখানে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। অভিনেত্রী নিজেই কিছুদিন আগে সেই বিষয়ে ঘোষণা করেছেন। জানিয়েছেন যে তিনি এই অ্যাকশন থ্রিলারের অংশ হতে চলেছেন। তাঁকে এর আগে অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন সলমন। তাঁরা এর আগে কিক, জুড়য়া, মুঝসে শাদি করোগি, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
ঈদ উদযাপনকে আরও বড় করে করার জন্য ১১ এপ্রিল 'সিকান্দর'ঘোষণা করেন সলমন। ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই অ্যাকশন ফিল্মটিতে সলমনকে ২০২৩ সালের 'টাইগার ৩'-এ তাঁর বড় উপস্থিতির পরে পর্দায় ফের দেখা যাবে।