সম্প্রতি সলমন খান তাঁর আগামী ছবি ‘সিকন্দর’-এর প্রচারে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। ‘সিকন্দর’ ছবির সঙ্গে বক্স অফিসে টেক্কা দেবে মোহনলাল অভিনীত ছবি ‘এল ২ এম পুরাণ’। বলিউডের সঙ্গে দক্ষিণের ছবির তুলনা টানতে গিয়ে তিনি বলেন, ‘দক্ষিণের দর্শকরা বলিউডের সিনেমা তেমন দেখেন না। ’
সলমন বলেন, ‘বলিউডে দক্ষিণের মতো দর্শকদের আকর্ষণ করার মতো ছবি তৈরি হয় না। এছাড়া, হিন্দি ভাষার দর্শকরা দক্ষিণী তারকাদের ছবি দেখতে যান, কিন্তু দক্ষিণের দর্শকরা তাঁদের তারকাদের প্রতিই অনুগত। তাঁরা বলিউডের অভিনেতাদের চিনলেও তাঁদের ছবি দেখতে থিয়েটারে যান না।’
আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’ -এ দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন এই জনপ্রিয় নায়ক,চেনেন তাঁকে?
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
তিনি আরও বলেন, ‘আমরা এখানে দক্ষিণী ছবি গ্রহণ করি। আমরা গিয়ে ওঁদের ছবি দেখি, কিন্তু ওখানকার দর্শকরা আমাদের ছবি তেমন দেখে না। এর পেছনে মূল কারণ হল বলিউড কখনও ওঁদের মতো গল্প দেখাতে পারে না সিনেমায়। ওঁদের সিনেমার গল্পই আসল।'
সলমন স্বীকার করেছেন যে দক্ষিণ ও বলিউডের অভিনেতাদের পারিশ্রমিকের মধ্যে পার্থক্য নেই। শুধু পার্থক্য হল, বলিউডে গল্প বলার ধরণ ততটা আকর্ষণীয় নয়। গল্প যদি ভাল হয়, তাহলে দক্ষিণের মানুষও বলিউডের সিনেমা দেখতে আসবে।
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়…', মেলবোর্নে সেদিন কেন ৩ ঘণ্টা পর স্টেজে ওঠেন, এবার মুখ খুললেন নেহা
আরও পড়ুন: ১৮ বছর পর ফের একসঙ্গে সঞ্জয়-সলমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
ভাইজান জানান, তিনি অনেক দক্ষিণী টেকনিশিয়ান, পরিচালক এবং অভিনেতাদের সাথে কাজ করেছেন। সলমন এটাও স্বীকার করেছেন যে তাঁর ছবি দক্ষিণে তেমন চলে না কারণ সেখানকার দর্শকরা বলি তারকাদের চিনলেও হলে গিয়ে সিনেমা দেখতে রাজি না।
তিনি বলেন, ‘দক্ষিণের লোকেরা তাঁকে চেনেন না তা কিন্তু নয়, দেখা হলে হাই-হ্যালোও করে, কিন্তু তাঁদের থিয়েটারে আনা কষ্টকর। ওখানকার মানুষ রজনীকান্ত, রাম চরণ- এর সিনেমা দেখতেই পছন্দ করেন, যা এখানকার লোকেরাও করে।’
প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক এ আর মুরুগাদোস। ভাইজানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয়ালকে। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সত্যরাজ।