বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: গান পছন্দ হচ্ছে না! 'পুষ্পা' খ্যাত গীতিকার ছবি থেকে বাদ দিলেন সলমান

Salman Khan: গান পছন্দ হচ্ছে না! 'পুষ্পা' খ্যাত গীতিকার ছবি থেকে বাদ দিলেন সলমান

‘ভাইজান’ নিয়ে ব্যস্ত সলমন।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবির জন্য ইতিমধ্যেই একাধিক গান তৈরি করে ফেলেছিলেন ডিএসপি। কিন্তু সেগুলির কোনটিই মনে ধরেনি ভাইজানের। তিনি মনে করছেন, গানগুলি ভালো হলেও ছবির সঙ্গে বেমানান।

সাধ করে ছবি বানাচ্ছেন। সব কিছু যাতে নির্ভুল হয়, সে দিকেই বিশেষ নজর তাঁর। তাতে বিতর্ক হলে হোক! বন্ধু গেলে যাক!

গীতিকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি)-র সঙ্গে একাধিক কাজ করেছেন সলমন খান। আগাগোড়াই সফল তাঁদের যুগলবন্দি। আর সেই সাফল্যের উপর ভর করেই ডিএসপিকে আরও একবার ডেকে পাঠান সলমন। 'ভাইজান'-এর গান তৈরির দায়িত্ব দেন তাঁর উপর। কিন্তু শেষমেশ ভরসা রাখা গেল না! ছবি থেকে বাদ পড়লেন 'পুষ্পা' খ্যাত গীতিকার।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ছবির জন্য ইতিমধ্যেই একাধিক গান তৈরি করে ফেলেছিলেন ডিএসপি। কিন্তু সেগুলির কোনটিই মনে ধরেনি ভাইজানের। তিনি মনে করছেন, গানগুলি ভালো হলেও ছবির সঙ্গে বেমানান। তাই যৌথ ভাবে এই ছবিতে একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি মুম্বইয়ের সংবাদমাধ্যমকে বলেন, ''ভাইজান'কে সফল করতে কোনও ত্রুটি রাখছেন না সলমন। কোনও ক্ষেত্রেই তিনি কোনও খামতি রাখতে চান না। সঙ্গীতের ক্ষেত্রেও না।'

অতীতে শোনা গিয়েছিল, ছবির পরিচালক ফারহাদ সামজিকেও সরিয়ে দেন সলমন। তাঁর কাজ নিয়ে নাকি সন্তুষ্ট ছিলেন না 'টাইগার'। তাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পরিচালনার দায়িত্ব। বিশেষ কয়েকটি ক্ষেত্রে যদিও ফারহাদের সাহায্য নেওয়া হচ্ছে। তবে যাবতীয় গুঞ্জনকে 'ভিত্তিহীন' বলে উড়িয়েছিলেন পরিচালক স্বয়ং।

বায়োস্কোপ খবর

Latest News

ডুরান্ড কাপ শুরুর পর দিনই শহরে আসছেন মোলিনা, নিজেই বেছে নিয়েছেন সহকারীদের মেট্রোয় ভাঙচুর দেখে কাঁদলেন হাসিনা, 'মৃতদেহ দেখতে যেতে পারলেন না?' উঠল প্রশ্ন উত্তরবঙ্গ আলাদা হলে সুকান্ত মুখ্য়মন্ত্রী হতে চান…খোঁচা দিলেন উদয়ন গলায় মালা পরে অলকানন্দার সঙ্গে আদুরে ছবি পোস্ট, সত্যিই বিয়ে করলেন সায়ক? ‘হিন্দুরা গায়েব হয়ে যাবে’, ক্রমশ ‘মুসলিম বাড়ছে’, বাংলাকে দায়ি করলেন BJP সাংসদ প্রীতির সঙ্গে হাত মিলিয়ে নতুন উদ্যোগ শুভমনের, কীসের ব্যবসা শুরু করলেন দুজনে? Durand-এর ডার্বিতে দুই প্রধান পাবে কত টিকিট পাবে, আগেভাগে জানালেন ক্রীড়ামন্ত্রী চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে এস জয়শঙ্কর, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কথাও উঠল… এই গ্রীষ্মে ভারতে ৪০ হাজার আক্রান্ত হয়েছেন হিটস্ট্রোকে, মৃত্যুও অনেকের ভরা সংসদে সত্য়িই *** শব্দটি বলেছিলেন কল্যাণ? মালব্যকে পালটা চ্যালেঞ্জ TMC এমপির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.