বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: ডাল, মাছ, সবজি, রসগোল্লা সহ আরও কত কী! মা ও ভাইয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে সলমন

Salman Khan: ডাল, মাছ, সবজি, রসগোল্লা সহ আরও কত কী! মা ও ভাইয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে সলমন

সলমনের মধ্যাহ্নভোজ…

কেউ লেখেন, ‘মা-বাবার সঙ্গে থাকা ভাগ্যবানদের কপালেই জোটে!’ কেউ আবার বলেন, ‘পাঁচতার হোটেলের থেকে খাবারদাবারের আয়োজন বাড়িতেও কিছু কম হয়নি।’ কারোর কথায়, ‘পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া, দারুণ বিষয়, সুন্দর মুহূর্ত…’। তবে এক নিন্দুক লিখেছেন, ‘খাবার খাচ্ছেন, এটা নিয়ে এত আলোচনার কী আছে!’ 

সলমন খান, আরবাজ খান এবং তাঁদের পাশে হেলেন। পরিবারের সঙ্গে মিলে মধ্যাহ্নভোজ সারতে বসেছেন বলিউড সুপারস্টার। সামনে সাজানো নানান ধরনের পদ। ডাল, মাছ, সবুজ সবজি, সহ আরও কত কী! রয়েছে রসগোল্লাও। নাহ কোনও পাঁচতারা হোটেল নয়, সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তখন দুপুরের খাওয়া-দাওয়া সারছিলেন পরিবারের সদস্যরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি।

পরিবারের সঙ্গে সলমনের এমন ছবি ভাইরাল হবে না তাও কি হয়? ছবিতে সলমন ও আরবাজকে একেবারেই সাদামাটা টি-শার্টে দেখা যাচ্ছে। আর হেলেন পরেছেন সালোয়ার কামিজ। পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার হতেই এটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবির নিচে অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ লেখেন, ‘মা-বাবার সঙ্গে থাকা ভাগ্যবানদের কপালেই জোটে!’ কেউ আবার বলেন, ‘পাঁচতার হোটেলের থেকে খাবারদাবারের আয়োজন বাড়িতেও কিছু কম হয়নি।’ কারোর কথায়, ‘পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া, দারুণ বিষয়, সুন্দর মুহূর্ত…’। তবে এক নিন্দুক লিখেছেন, ‘খাবার খাচ্ছেন, এটা নিয়ে এত আলোচনার কী আছে!’ ছবিটি প্রায় ২২লক্ষ মানুষ লাইক করেছেন, কমেন্টও করেছেন অনেকেই।

সম্প্রতি 'পাঠান'-এ তার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সলমনকে। টাইগার হয়েই পাঠানকে সাহায্য করতে এসেছিলেন তিনি। খুব শীঘ্রই সলমনকে 'কিসি কা ভাই কিসি কি জান'-ছবিতে পূজা হেগড়ের সঙ্গে দেখা যাবে। ছবির 'নাইয়ো লাগদা' এগানে সল্লু ওপূজার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ছবিতে শেহনাজ গিল, জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম এবং অন্যান্যরা মুখ্য ভূমিকায় রয়েছেন। খুব শীঘ্রই 'টাইগার 3' দেখা যাবে সলমনকে, ক্যাটরিনা কাইফের সঙ্গে পর্দায় ফিরবেন তিনি। এবছর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।

বন্ধ করুন